আরও পড়ুন: আমফানের পর যশ, ফের কঠিন পরীক্ষায় টালা ট্য়াঙ্ক! কী ভাবে প্রস্তুতি?
পৃথক পৃথক দুটি দুর্ঘটনায় মৃত্য়ু হল তিনজনের। স্থানীয় সূত্রে খবর, হলদিয়া-মেচেদা রাজ্য সড়কের উপর তমলুক থানার কাঁকটিয়া বাজারের কাছে একটি ইটবোঝাই মেশিন ভ্যান ধাক্কা মারে এক বাইক আরোহীকে। ঘটনাস্থলেই মৃত্য়ু হয় তাঁর। মৃত মোটরসাইকেল আরোহীর নাম বিশ্বজিৎ চক্রবর্তী। বয়স ৪২ বছর। উত্তেজিত জনতা মৃতদেহ রাস্তার উপর রেখে পথ অবরোধ করে, বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে যান তমলুক থানার আইসি এবং শহীদ মাতঙ্গিনী ব্লক এর বিডিও। উত্তেজিত জনতাকে অবরোধ তুলে নেওয়ার অনুরোধ করেন তিনি। ইটবোঝাই মেশিন ভ্যানের চালকে আটক করেছে তমলুক থানার পুলিশ।
advertisement
আরও পড়ুন- ‘‘অভিষেক ছিলেন অত্যন্ত গুণী শিল্পী, আমরা তাঁকে মিস করব...’’ট্যুইট মুখ্যমন্ত্রীর
একই দিনে পৃথক আর একটি দুর্ঘটনা ঘটেছে তমলুকেরই নিমতৌড়িতে। সেখানেও ইট বোঝাই মেসিন ভ্যানের ধাক্কায় মৃত্যু হয়েছে দুই পথচারীর। তমলুকের দুই প্রান্তে দুটি দুর্ঘটনায় তিনজনের মৃত্যুতে ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা। অবিলম্বে ট্রাফিক সিস্টেম কড়া করতে হবে বলে দাবি তুলেছেন তাঁরা।