বয়স ১১২ বছর৷ গত বছরই সামলাতে হয়েছে ঘূর্ণিঝড় আমফানের ধাক্কা৷ ঠিক এক বছরের মাথায় এবার ধেয়ে আসছে যশ৷ অতি শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের দাপট থেকে শতাব্দী প্রাচীন টালা ট্যাঙ্ককে বাঁচাতে পরিকল্পনা শুরু করে দিয়েছেন কলকাতা পুরসভার আধিকারিক এবং ইঞ্জিনিয়াররা৷ Info- Biswajit Saha, Photo-Facebook