TRENDING:

Bankura News: বছরের পর বছর চেষ্টা করেও ফল নেই! আবার আগুন বাঁকুড়ায় 

Last Updated:

ধারাবাহিকভাবে প্রচারের পরও, দুষ্কৃতীদের দৌরাত্ম কমছে না। বাঁকুড়ার সবুজ জঙ্গল পুড়ে ছারখার হচ্ছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া : ধারাবাহিকভাবে প্রচারের পরও, দুষ্কৃতীদের দৌরাত্ম কমছে না। বাঁকুড়ার সবুজ জঙ্গল পুড়ে ছারখার হচ্ছে। লাগাতার প্রচার কর্মসূচী, পোস্টারিং, কড়া ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তারপরেও যেন কিছুতেই থামানো যাচ্ছে না জঙ্গলের অগ্নিকান্ড। শুশুনিয়া পাহাড়ের পর এবার রানীবাঁধের বারো মাইল জঙ্গলে আগুন লাগে। ঝরা শুকনো পাতায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে জঙ্গলের বিস্তীর্ণ এলাকায়। যদিও খবর পেতেই তড়িঘড়ি ব্লোয়ার নিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে বন দফতর। রাতভর চলে জঙ্গলে আগুন নেভানোর কাজ।
advertisement

গত সপ্তাহেই বাঁকুড়ার শুশুনিয়া পাহাড়ে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পাহাড়ে আগুন এতটাই ভয়াবহ আকার নেয় যে তা কার্যত দাবানলে পরিণত হয়। প্রায় ২৪ ঘন্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আসার এক সপ্তাহ যেতে না যেতেই এবার বাঁকুড়ার রানীবাঁধ ব্লকের বারো মাইলের জঙ্গলে অগ্নিকান্ডের ঘটনা ঘটল। বুধবারসন্ধ্যার মুখে জঙ্গলের শুকনো ঝরা পাতায় আগুন জ্বলতে দেখেন স্থানীয়রা। তাঁরাই খবর দেন বন দফতরের।

advertisement

আরও পড়ুন : লুকনো ঝর্ণা, স্থানীয়দের কাছেও খবর নেই! বেড়াতে গেলে হাতে পাবেন ‘গুপ্তধন’!

বন দফতরের কর্মীরা ব্লোয়ার হাতে আগুন নেভানোর কাজে নামেন। কিন্তু ততক্ষণে জঙ্গলের বিস্তীর্ণ এলাকায় ছড়িয়ে পড়েছে আগুন। বন কর্মীরা ব্লোয়ার দিয়ে ঝরা পাতার স্তুপ বিচ্ছিন্ন করে আগুন নেভানোর চেষ্টা চালিয়ে যান। এমনিতে বন্যপ্রাণ সমৃদ্ধ বনাঞ্চল হিসাবে পরিচিত বারো মাইল জঙ্গল।

advertisement

View More

“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

এই জঙ্গলে হরিণ, ময়ুর, বুনো শুকর, সজারু ছাড়াও বহু জীবজন্তু, পাখি ও সরিসৃপ রয়েছে। এমন বনাঞ্চলে কে বা কারা আগুন লাগিয়েছে সে ব্যাপারে তথ্য সংগ্রহ শুরু করেছে বন দফতর। সঠিক তথ্য প্রমাণ পেলে দুস্কৃতীদের বিরুদ্ধে কঠোর আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে বন দফতর।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ইতিহাসের নীরব সাক্ষী বর্ধমানের এই দিঘি..! কৃষ্ণসায়রের 'অজানা' ইতিহাস শুনলে গায়ে কাঁটা দেবে
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bankura News: বছরের পর বছর চেষ্টা করেও ফল নেই! আবার আগুন বাঁকুড়ায় 
Open in App
হোম
খবর
ফটো
লোকাল