আগে কাকদ্বীপের প্রতাপাদিত্যনগর গ্রাম পঞ্চায়েত ও বাপুজি গ্রাম পঞ্চায়েতের মাঝখানে কালনাগিনী নদীর উপর একটি বাঁশের সাঁকো ছিল। পরে সেই সাঁকোটির পরিবর্তে একটি কংক্রিটের সেতু তৈরি করা হয়েছিল।সুন্দরবন উন্নয়ন পর্ষদ এই সেতুটি তৈরি করে। কিন্তু ছ’বছর আগে সেতুটির কাজ সম্পূর্ণ হলেও, তা চালু করা যাচ্ছিল না। সেতুর পূর্ব দিকের অ্যাপ্রোচ রোড তৈরি না হওয়াতেই এই বিপত্তি। আ্যপ্রোচ রোড না হওয়ায় কোনও গাড়ি সেতুর উপর দিয়ে যাতায়াত করতে পারত না, স্থানীয়রা হেঁটেই সেতুটি পার হতেন। তবে বর্ষার সময় দুর্ভোগে বাড়ত।
advertisement
আরও পড়ুন: বঙতি নদীর ভাঙনে রাতের ঘুম উড়েছে
সেতুর পশ্চিম দিকেই রয়েছে বাপুজি গ্রাম পঞ্চায়েত। এই পঞ্চায়েতের বাসিন্দারা অসুস্থ হয়ে পড়লে প্রায় ১২ কিলোমিটার ঘুরপথে তাঁদের কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে যেতে হত। এতদিন পর সেই সমস্যা মিটেছে। সেতুটি সম্পূর্ণভাবে চালু হয়ে যাওয়ায় এখন মাত্র দু’কিলোমিটার গেলেই কাকদ্বীপ মহকুমা হাসপাতালে পৌঁছে যাওয়া যাচ্ছে। এই নিয়ে কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পাখিরা জানান, জমি জটের কারণে এতদিন পর্যন্ত এই সেতুর অ্যাপ্রোচ রোডটি তৈরি করা সম্ভব হয়নি। সেই সমস্যা মিটে যাওয়ার পর অ্যাপ্রোচ রোড তৈরি করা হয়েছে। এখন আর কোনও সমস্যা নেই।
নবাব মল্লিক