TRENDING:

West Bengal News: রাতের অন্ধকারে পুলিশ হানা দিয়েছে, জানতে পেরেই যুবকের মর্মান্তিক পরিণতি!

Last Updated:

West Bengal News: পুলিশের তাড়া খেয়ে জলে ঝাঁপ- মৃত্যু যুবকের। উত্তপ্ত মুর্শিদাবাদের লালগোলা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বহরমপুর: জুয়ার আসরে পুলিশের তাড়া খেয়ে পুকুরে ঝাঁপ দিয়ে মৃত্যু এক যুবকের। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য লালগোলা থানার নসিপুর এলাকায়। মৃত যুবকের নাম শহিদুল হক। বুধবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে জুয়ার আসরে অভিযান চালায় লালগোলা থানার পুলিশ। শুরু হয় পুলিশের ধরপাকড়। জুয়ার আসরে থাকা শহিদুল হক নামের এক যুবক পুলিশের মারের ভয়ে ছুটে পালাতে গিয়ে জলাশয়ে পড়ে যায়।
মর্মান্তিক ঘটনা
মর্মান্তিক ঘটনা
advertisement

শুক্রবার জলাশয় থেকে উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ। ঘটনাস্থলে লালগোলা থানার পুলিশ দেহ উদ্ধারে এলে পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ দেখায় উত্তেজিত গ্রামবাসীরা। পরিবারের অভিযোগ, পুলিশের অত্যাচারেই মৃত্যু হয়েছে শহিদুলের। জেলা পুলিশ সুপার কে শাবেরী রাজকুমার বলেন, ''ঘটনার তদন্ত চলছে। এখনও কোন অভিযোগ জমা পড়েনি।''

বুধবার রাতে নসিপুর গ্রাম পঞ্চায়েতের চমকপুর মিস্ত্রীপাড়ায় আমবাগানে বসেছিল জুয়ার ঠেক। গোপন সূত্রে খবর পেয়ে লালগোলা থানার পুলিশবাহিনী সেখানে হানা দেয়। শুরু হয় পুলিশের ধরপাকড়, পুলিশের লাঠির ঘায়ে দিক বিদিক ছুটোছুটি শুরু করে সকলে। আহত হয় বেশ কয়েকজন। ৮জনকে গ্রেপ্তার করে পুলিশ। জুয়ার আসরে থাকা শহিদুল হক পুলিশের ভয়ে ছুটে পালাতে গিয়ে পাশের জলাশয়ে ঝাপ দেয়।

advertisement

আরও পড়ুন: বিষপান করা সেই ৫ শিক্ষিকা এবার তৃণমূলে! গোটা সংগঠনই যোগ দিচ্ছে ঘাসফুলে

আরও পড়ুন: প্রার্থী খুঁজুন আগে, বাবুলকে কটাক্ষ করতেই দিলীপ ঘোষ হলেন 'এন্টারটেইনমেন্ট প্যাকেজ'

গ্রামবাসীরা জলাশয়ে খোঁজাখুঁজি শুরু করে। শুক্রবার সকালে জলাশয় থেকে উদ্ধার হয় শহিদুলের মৃতদেহ।  পুলিশ দেহ তুলে ময়নাতদন্তের জন্য লালবাগ মহকুমা হাসপাতালে পাঠিয়ে দেয়। এতেই গ্রামবাসীরা উত্তেজিত হয়ে পুলিশের গাড়ি আটকে ও পথ অবরোধ করে বিক্ষোভ দেখায়। পরিবারের অভিযোগ পুলিশের মারে জলে ডুবে মৃত্যু হয়েছে শহিদুলের। আত্মীয় সেতারা বিবি বলেন, ''আমার ভাইকে পুলিশ মেরে ফেলল। বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে। স্ত্রী অন্তঃসত্ত্বা। সংসার কী করে চলবে। আমরা বিচার চাইছি।'' প্রত্যক্ষদর্শী আলি হাসান বলেন, রাতে পুলিশ এসে লাঠিচার্জ শুরু করলে সকলে পালাতে শুরু করে। পাশেই পুকুরে ঝাঁপ দেয় অনেকেই। পরে জানতে পারা যায়, শহিদুল জলে পড়ে গিয়েছে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Bengal News: রাতের অন্ধকারে পুলিশ হানা দিয়েছে, জানতে পেরেই যুবকের মর্মান্তিক পরিণতি!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল