TRENDING:

জেনারেল বিভাগে কলেজে ভর্তিতে পড়ুয়াদের অনীহা! কেন কমছে আগ্রহ? কী বলছেন WBCHSE সভাপতি

Last Updated:

College Admission: সময় যত এগোচ্ছে, ততই কেরিয়ারের ক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। ঝুলিতে উচ্চশিক্ষার ডিগ্রি থাকলেও এখন চাকরি জোটাতে পারছেন না বহু ছেলেমেয়ে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
প্রণব বন্দ্যোপাধ্যায়, মুর্শিদাবাদঃ সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে চাকরির বাজারের ‘কম্পিটিশন’। উচ্চশিক্ষার পরেও বর্তমানে বহু ছেলেমেয়ে বেকার। এই আবহে জেনারেল বিভাগে কলেজে ভর্তিতে পড়ুয়াদের মধ্যে অনীহা দেখা যাচ্ছে। চলতি শিক্ষাবর্ষে কলেজে ভর্তির প্রবণতা অনেকটাই হ্রাস পেয়েছে বলে খবর।
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য
advertisement

উচ্চ মাধ্যমিক পাশ করার পর জেনারেল আর্টস বা সায়েন্স নিয়ে কলেজে ভর্তিতে ছাত্রছাত্রীদের মধ্যে একপ্রকার অনীহা দেখা যাচ্ছে। বহরমপুর কৃষ্ণনাথ কলেজে ৩০০০ সিটের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ১০৯৫ জন ভর্তি হয়েছেন। এর কারণ কী তা জানা অত্যন্ত প্রয়োজন বলে জানান মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জানে আলম।

আরও পড়ুনঃ  বাড়ি বসেই জানান অভিযোগ, পুলিশকে করা যাবে ভিডিও কল! চালু হয়ে গেল পুলিশ বন্ধু অ্যাপ

advertisement

এদিকে এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, কোর্স শেষে চাকরি পাওয়ার প্রবণতা থেকেই বিভিন্ন ডিপ্লোমা বা ম্যানেজমেন্ট কোর্সের ভর্তির আগ্রহ বর্তমানে অনেকটাই বেশি। সেই কারণে উচ্চমাধ্যমিকে ভোকেশনাল কোর্সে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সময় যত এগোচ্ছে, ততই কেরিয়ারের ক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। ঝুলিতে উচ্চশিক্ষার ডিগ্রি থাকলেও এখন চাকরি জোটাতে পারছেন না বহু ছেলেমেয়ে। এই পরিস্থিতিতে জেনারেল বিভাগে কলেজে ভর্তি হওয়া নিয়ে পড়ুয়াদের মধ্যে অনীহা দেখা যাচ্ছে। এর কারণ জানা অত্যন্ত প্রয়োজন বলে জানান মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জানে আলম।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
জেনারেল বিভাগে কলেজে ভর্তিতে পড়ুয়াদের অনীহা! কেন কমছে আগ্রহ? কী বলছেন WBCHSE সভাপতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল