উচ্চ মাধ্যমিক পাশ করার পর জেনারেল আর্টস বা সায়েন্স নিয়ে কলেজে ভর্তিতে ছাত্রছাত্রীদের মধ্যে একপ্রকার অনীহা দেখা যাচ্ছে। বহরমপুর কৃষ্ণনাথ কলেজে ৩০০০ সিটের মধ্যে এখনও পর্যন্ত মাত্র ১০৯৫ জন ভর্তি হয়েছেন। এর কারণ কী তা জানা অত্যন্ত প্রয়োজন বলে জানান মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জানে আলম।
আরও পড়ুনঃ বাড়ি বসেই জানান অভিযোগ, পুলিশকে করা যাবে ভিডিও কল! চালু হয়ে গেল পুলিশ বন্ধু অ্যাপ
advertisement
এদিকে এই বিষয়ে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, কোর্স শেষে চাকরি পাওয়ার প্রবণতা থেকেই বিভিন্ন ডিপ্লোমা বা ম্যানেজমেন্ট কোর্সের ভর্তির আগ্রহ বর্তমানে অনেকটাই বেশি। সেই কারণে উচ্চমাধ্যমিকে ভোকেশনাল কোর্সে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে।
সময় যত এগোচ্ছে, ততই কেরিয়ারের ক্ষেত্রে প্রতিযোগিতা বৃদ্ধি পাচ্ছে। ঝুলিতে উচ্চশিক্ষার ডিগ্রি থাকলেও এখন চাকরি জোটাতে পারছেন না বহু ছেলেমেয়ে। এই পরিস্থিতিতে জেনারেল বিভাগে কলেজে ভর্তি হওয়া নিয়ে পড়ুয়াদের মধ্যে অনীহা দেখা যাচ্ছে। এর কারণ জানা অত্যন্ত প্রয়োজন বলে জানান মুর্শিদাবাদ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. জানে আলম।