Police Bondhu App: বাড়ি বসেই জানান অভিযোগ, পুলিশকে করা যাবে ভিডিও কল! চালু হয়ে গেল পুলিশ বন্ধু অ্যাপ

Last Updated:

Police Bondhu App: এবার থেকে সাধারণ মানুষ কোনও অভিযোগ জানাতে চাইলে আর থানায় দৌড়তে হবে না। মোবাইল অ্যাপ ব্যবহার করেই অভিযোগ জানানোর পাশাপাশি তদন্ত কতদূর এগোল সেটার বিশদ বিবরণ পাওয়া যাবে

পুলিশ বন্ধু অ্যাপ
পুলিশ বন্ধু অ্যাপ
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়ঃ আইন শৃঙ্খলা অবনতি সহ রাস্তাঘাটে যে কোনও সমস্যায় পড়লেই এবার এক অ্যাপে জানানো যাবে পুলিশকে! অভিযোগ জানানো থেকে শুরু করে ভিডিও কলে তদন্তকারী আধিকারিকদের সঙ্গে কথাও বলা যাবে। পুলিশ বন্ধুর মাধ্যমে নিমেষে তদন্তের গতিপ্রকৃতিও জানতে পারবেন।
সীমান্ত এলাকা সহ পুলিশের সঙ্গে সাধারণ মানুষের সংযোগ বৃদ্ধিতে এমন অভিনব উদ্যোগ নিল বনগাঁ মহকুমার পুলিশ প্রশাসন। চালু হল ‘পুলিশ বন্ধু অ্যাপ’। এই অ্যাপের মাধ্যমে বাড়ি বা যে কোনও স্থান থেকেই আমজনতা পুলিশের কাছে সরাসরি অভিযোগ জানাতে পারবেন। সাধারণ মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে ও আইনশৃঙ্খলা রক্ষায় আরও দ্রুত পদক্ষেপ গ্রহণ করতেই বনগাঁ জেলা পুলিশ এলাকায় চালু হল এই পুলিশ বন্ধু।
advertisement
আরও পড়ুনঃ পুজো মণ্ডপেই দেখা যাবে অতীত, বর্তমান, ভবিষ্যৎ! শিলিগুড়িতে তৈরি হচ্ছে ‘তিনকাল’, বড় চমক ‘এই’ কমিটির
আগামীদিনে বনগাঁ মহকুমার বাসিন্দারা কোনও অভিযোগ জানাতে চাইলে আর থানায় দৌড়তে হবে না। মোবাইল অ্যাপ ব্যবহার করেই অভিযোগ জানানোর পাশাপাশি তদন্ত কতদূর এগোল সেটারও বিশদ বিবরণ পাওয়া যাবে। এমনকি প্রয়োজনে তদন্তকারী আধিকারিকের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলার ব্যবস্থাও এই পুলিশ বন্ধু অ্যাপে রয়েছে বলে জানান বনগাঁ জেলা পুলিশের পুলিশ সুপার দীনেশ কুমার।
advertisement
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সব মিলিয়ে, পুলিশের পরিষেবা এবার কার্যত দুয়ারে পৌঁছল বলেও মনে করছেন অনেকে। এদিন বনগাঁ থানায় এই পুলিশ বন্ধু কিয়স্কের উদ্বোধন হয়। পুলিশ নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক ধরণের ভীতি কাজ করে। জেলা পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই ভীতি কাটাতেই মানুষের সঙ্গে নিবিড় সুসম্পর্ক গড়ে তোলার উপর জোর দিতে এই উদ্যোগ।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Police Bondhu App: বাড়ি বসেই জানান অভিযোগ, পুলিশকে করা যাবে ভিডিও কল! চালু হয়ে গেল পুলিশ বন্ধু অ্যাপ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement