নদিয়ার রানাঘাটের আনুলিয়া দত্ত বাজারের ঘটনা। সূত্রের খবর এই বাজার সংলগ্নতেই একটি নির্মাণ কাজ চলছিল, আর সেখানে বাঁশ এবং ঢালাইয়ের তক্তা দিয়ে বাধা হচ্ছিল ভার। আচমাই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে গোটা অংশটি। নিচে বাজার নিয়ে বসেছিলেন বেশ কিছু ব্যবসায়ী, আর সেই অংশ ভেঙে পড়ে তাদের গায়ে। ঘটনাস্থলে আহত হন কমপক্ষে পাঁচজন।
advertisement
আরও পড়ুন- সৌরভ গঙ্গোপাধ্য়ায় কত টাকা পেনশন পান? এটা জানলে আপনি অবাক হবেনই, গ্যারান্টি
স্থানীয়রা তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিয়ে যায় রানাঘাট আনুলিয়া হাসপাতালে। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তারা প্রত্যেকে চিকিৎসাধীন। খবর পেয়ে ঘটনাস্থলে আসে রানাঘাট থানার বিশাল পুলিশ বাহিনী, এছাড়াও রানাঘাট পৌরসভার পৌর আধিকারিক সহ পঞ্চায়েতের প্রতিনিধিরাও ছুটে আসেন। যদিও সঙ্গে সঙ্গেই ক্রেন নিয়ে এসে শুরু হয় উদ্ধারকার্য, অন্যদিকে আহতরা কি পরিস্থিতিতে রয়েছে তার জন্য হাসপাতালে পৌঁছান প্রশাসনিক আধিকারিকরা।
আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফির দলে মিলল না সুযোগ! ওডিআই কেরিয়ার শেষ ভারতীয় তারকার?
তবে এক প্রকার বলা যেতেই পারে বড়সড় দুর্ঘটনা হাত থেকে রক্ষা পেয়েছে অনেকেই। স্বাভাবিকভাবেই এই দুর্ঘটনায় চাঞ্চল্য সৃষ্ট এলাকায়, পাশাপাশি আতঙ্ক তৈরি হয় স্থানীয়দের মধ্যে। তবে ইতিমধ্যে শেষ হয়েছে উদ্ধার কার্য, অন্যদিকে কীভাবে এই দুর্ঘটনা ঘটলো তার তদন্ত শুরু করেছে রানাঘাট থানার পুলিশ।
Mainak Debnath