TRENDING:

ভেঙে পড়ার আশঙ্কা কাটল, জেলার এই পুুজো মণ্ডপে ফের লাগামহীন ভিড় শুরু অষ্টমীর সন্ধ্যে থেকেই

Last Updated:

শর্তসাপেক্ষে সন্ধের পর থেকে দর্শকরা এই দুই মণ্ডপে প্রতিমা দর্শন করতে পেরেছেন। কী সেই শর্ত?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
শর্তসাপেক্ষে বর্ধমানের সর্বমিলন সংঘে দর্শক প্রবেশের অনুমতি দিল প্রশাসন। উঁচু মণ্ডপে প্রবেশ পথ দর্শনার্থীদের জন্য নিরাপদ নয় বলে জানিয়ে অষ্টমীর দুপুরে বর্ধমানের দুই মন্ডপে দর্শক ঢোকা বন্ধ করে দিয়েছিল প্রশাসন। বর্ধমানের নামি পুজো সর্ব মিলন সংঘের পাশাপাশি সেই নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল বর্ধমানের চৌরঙ্গী ক্লাবের পুজো মণ্ডপেও। দুপুর দুটো থেকে এই দুই মন্ডপে ঢুকতে না পেরে হতাশ হন দর্শকরা। তবে শর্তসাপেক্ষে সন্ধের পর থেকে দর্শকরা এই দুই মণ্ডপে প্রতিমা দর্শন করতে পেরেছেন। কী সেই শর্ত?
বিশাল আয়োজন পুজোর
বিশাল আয়োজন পুজোর
advertisement

অষ্টমীর দুপুর থেকে বর্ধমান শহরের দুটি মণ্ডপের ভেতরে দর্শনার্থীদের প্রবেশ বন্ধ করে দেয় প্রশাসন। দর্শকদের নিরাপত্তার কথা ভেবেই এই সিদ্ধান্ত বলে প্রশাসন  জানিয়ে দেয়। ওই দুই মণ্ডপে সিঁড়ি বেয়ে ওপরে উঠতে হচ্ছে দর্শকদের। সেই সিঁড়ি ভেঙে বিপত্তি ঘটতে পারে বলে পরিদর্শনের পর জানায় প্রশাসন।

আরও পড়ুন- যাত্রী স্বাচ্ছন্দ্যই শেষ কথা, ভিস্তারার কিছু উড়ানে চালু করা হল লাইভ টিভি

advertisement

আরও পড়ুন- অসুরের মুখ যেন মহাত্মা গান্ধি ! তুমুল বিতর্কের পর বদলানো হল মূর্তির মুখ

বর্ধমান শহরের সর্বমিলন সঙ্ঘ ও চৌরঙ্গী ক্লাবের মণ্ডপ দুটিতে সোমবার পরিদর্শনে যান পুলিশ ও পূর্ত দফতরের আধিকারিকরা। পূর্ত দফতরের তরফে জানিয়ে দেওয়া হয় মণ্ডপে প্রবেশ করার পথ শক্তপোক্ত নয়। দর্শনার্থীদের বিপদের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এই দুটি মণ্ডপই বিশাল উঁচু। মণ্ডপে প্রবেশ করতে হলে দর্শনার্থীদের পাটাতন দিয়ে অনেকটা উঁচুতে দিয়ে উঠতে হচ্ছে। কিন্তু সেই পাটাতন ততটা শক্তপোক্ত নয় বলে মনে করছেন পূর্ত দফতরের ইঞ্জিনিয়াররা। এই দুই মণ্ডপে প্রচুর সংখ্যায় দর্শনার্থী ভিড় করছেন।স্বাভাবিকভাবেই যে কোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে।

advertisement

প্রশাসনের এই সিদ্ধান্তের ফলে দুপুর দুটো থেকে দর্শকের প্রবেশ বন্ধ হয়ে যায়। সর্বমিলন সংঘ দ্রুততার সঙ্গে ত্রুটি মেরামতের কাজ শুরু করে। ফের সন্ধ্যায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয়বারের জন্য পরিদর্শন হয়। ৩০ জনের ওপর স্বেচ্ছাসেবককে চাপিয়ে পরীক্ষা করা হয়। দীর্ঘক্ষণ ধরে পরিদর্শনের পর জানিয়ে দেওয়া হয় ২৫ জন দর্শক এক এক দফায় মন্ডপ পরিদর্শন করতে পারবেন। তাদের সঙ্গে সর্বাধিক সাতজন করে স্বেচ্ছাসেবক থাকতে পারবে। পঁচিশ জন মণ্ডপ ও প্রতিমা দর্শন করে বেরিয়ে যাওয়ার পর পরের দফার দর্শনার্থীরা প্রবেশ করতে পারবেন। সেই শর্তেই সর্ব মিলন সঙ্গে প্রতিমা দর্শন চলছে। অন্যদিকে চৌরঙ্গী ক্লাবে প্রতিমা দর্শনের জন্য বিকল্প পথ ব্যবস্থা করা হয়েছে। সেই পথ দিয়েই দর্শনার্থীরা প্রতিমা দর্শন করতে পারছেন। ওপরে না উঠে বাইরে থেকে মণ্ডপ পরিদর্শন করছেন দর্শনার্থীরা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

শরদিন্দু ঘোষ 

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভেঙে পড়ার আশঙ্কা কাটল, জেলার এই পুুজো মণ্ডপে ফের লাগামহীন ভিড় শুরু অষ্টমীর সন্ধ্যে থেকেই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল