TRENDING:

House Collapsed: উৎসবের মরশুমে গৃহহীন! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, সরকারি সাহায্যের আর্তি অসহায় পরিবারের

Last Updated:

House Collapsed: মাথা গোঁজার আশ্রয় হারিয়ে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে এই পরিবার। কোথায় থাকবে, কীভাবে দিন কাটবে এসব ভেবে রাতের ঘুম উড়েছে তাঁদের। প্রশাসনের কাছে সরকারি সাহায্য তথা আবাসের বাড়ির দাবি জানিয়েছেন তাঁরা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চন্দ্রকোনা, পশ্চিম মেদিনীপুর, সুকান্ত চক্রবর্তীঃ উৎসবের মরশুমে বিপর্যয়। হঠাৎ হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দোতলা মাটির বাড়ির একাংশ। তড়িঘড়ি বাড়ি থেকে বেরিয়ে পড়ায় রক্ষা পান পরিবারের সদস্যরা। পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ১ নম্বর ব্লকের কালিকাপুর গ্রামে এই ঘটনা ঘটেছে।
ভেঙে পড়া বাড়ি
ভেঙে পড়া বাড়ি
advertisement

জানা যাচ্ছে, চন্দ্রকোনার এই গ্রামের বাসিন্দা অনুপ ভট্টাচার্য বৃদ্ধা মা, স্ত্রী সহ সংসার নিয়ে দীর্ঘদিন ধরে মাটির বাড়িতে বসবাস করেন। দিন এনে দিন খাওয়া এই পরিবারের দাবি, কয়েকদিনের টানা বৃষ্টিতে মাটি নরম যায়। এরপর কাল দুপুর নাগাদ হঠাৎ বাড়ির একটি বৃহৎ অংশ ভেঙে পড়ে।

আরও পড়ুনঃ ভিনদেশীর ভায়োলিনে কবিগুরুর গান! এক সুতোয় বাঁধা পড়ল ভারত-আমেরিকা, মন ভাল করা বৈঠকী আড্ডা দেখুন

advertisement

মাথা গোঁজার আশ্রয় হারিয়ে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে এই পরিবার। গৃহহীন এই অসহায় পরিবারের দাবি, আবাস যোজনার তালিকায় নাম নেই। বাড়ি নির্মাণের জন্য তাঁদের কাছে গচ্ছিত কোনও টাকাও নেই। এই পরিস্থিতিতে তাঁরা দ্রুত সরকারি সাহায্য চাইছেন। এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য।

সেরা ভিডিও

আরও দেখুন
এক পিস ফুচকা খেলেই বিনামূল্যে 'সোনার গয়না'! ভিড় সামাল দিতে হিমশিম খাচ্ছেন বিক্রেতা
আরও দেখুন

সব মিলিয়ে, বাড়ির একাংশ ভেঙে পড়ায় চরম দুশ্চিন্তায় পড়েছে এই পরিবার। কোথায় থাকবেন, কীভাবে দিন কাটবে এসব ভেবে রাতের ঘুম উড়েছে তাঁদের। প্রশাসনের কাছে এই পরিবার সরকারি সাহায্য তথা আবাসের বাড়ির দাবি জানিয়েছেন। তাঁদের সেই দাবি পূরণ হয় কিনা সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
House Collapsed: উৎসবের মরশুমে গৃহহীন! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাড়ি, সরকারি সাহায্যের আর্তি অসহায় পরিবারের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল