জানা যাচ্ছে, চন্দ্রকোনার এই গ্রামের বাসিন্দা অনুপ ভট্টাচার্য বৃদ্ধা মা, স্ত্রী সহ সংসার নিয়ে দীর্ঘদিন ধরে মাটির বাড়িতে বসবাস করেন। দিন এনে দিন খাওয়া এই পরিবারের দাবি, কয়েকদিনের টানা বৃষ্টিতে মাটি নরম যায়। এরপর কাল দুপুর নাগাদ হঠাৎ বাড়ির একটি বৃহৎ অংশ ভেঙে পড়ে।
আরও পড়ুনঃ ভিনদেশীর ভায়োলিনে কবিগুরুর গান! এক সুতোয় বাঁধা পড়ল ভারত-আমেরিকা, মন ভাল করা বৈঠকী আড্ডা দেখুন
advertisement
মাথা গোঁজার আশ্রয় হারিয়ে প্রতিবেশীদের বাড়িতে আশ্রয় নিয়েছে এই পরিবার। গৃহহীন এই অসহায় পরিবারের দাবি, আবাস যোজনার তালিকায় নাম নেই। বাড়ি নির্মাণের জন্য তাঁদের কাছে গচ্ছিত কোনও টাকাও নেই। এই পরিস্থিতিতে তাঁরা দ্রুত সরকারি সাহায্য চাইছেন। এই বিষয়টি স্বীকার করে নিয়েছেন স্থানীয় তৃণমূল পঞ্চায়েত সদস্য।
সব মিলিয়ে, বাড়ির একাংশ ভেঙে পড়ায় চরম দুশ্চিন্তায় পড়েছে এই পরিবার। কোথায় থাকবেন, কীভাবে দিন কাটবে এসব ভেবে রাতের ঘুম উড়েছে তাঁদের। প্রশাসনের কাছে এই পরিবার সরকারি সাহায্য তথা আবাসের বাড়ির দাবি জানিয়েছেন। তাঁদের সেই দাবি পূরণ হয় কিনা সেটাই দেখার।