স্থানীয় সূত্রে জানা গেছে বৈদ্যবাটি চৌমাথায় জিটি রোডের ওপর একটি পুরোনো বাড়ি ভাঙার কাজ চলছিল কয়েকদিন ধরে। আজ দুপুরে সেই বাড়ি ভাঙার কাজ চলছিল। হঠাৎই জিটি রোডের ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়িটির একাংশ। কর্মরত ২ জন শ্রমিক আহত হন। তাদের প্রাথমিক চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছাড়া এলাকায়।
advertisement
আরও পড়ুনIndian Railways: বিরাট উপহার রেলের! এবার সরাসরি দিল্লি যাওয়ার ট্রেন মিলবে বাংলার এই জেলা থেকে
স্থানীয়রা জানান, একটুর জন্য বড়সর দুর্ঘটনা ঘটতে পারত। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শ্রীরামপুর থানার পুলিশ। ঠিকাদার সহ তিনজন জনকে আটক করে শেওরাফুলী ফাঁড়ির পুলিশ। কোনরকম নিরাপত্তার ব্যবস্থা ছাড়াই চলছিল ভাঙার কাজ।বাড়ি ভাঙা হলে সাধারণত রাস্তার দিকে নেট বা চট দিয়ে ঢেকে দেওয়া হয় যাতে পথচারীদের দুর্ঘটনা না ঘটে। বাড়িটি অনুমতি নিয়ে ভাঙা হচ্ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যান পিন্টু মাহাতো বলেন,বাড়ি ভাঙার অনুমতি ছিল কিনা সেটা দেখতে হবে। অনুমতি দেওয়া থাকলেও সমস্ত কিছু নিরাপত্তা ব্যবস্থা করে তবেই ভাঙার কথা। যদি তা না হয়ে থাকে ঠিকাদারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হব।
রাহী হালদার