ঘটনাটি ঘটেছে বাঁকুড়ার ছাতনা ব্লকের ঘোষেরগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ হাঁসাপাহাড়ি গ্রামে। জানা গিয়েছে ওই বৃদ্ধার নাম পূরবী হাঁসদা, বয়স ৬৮। রাতে নিজের ঘরে ঘুমোচ্ছিলেন তিনি। প্রবল বৃষ্টির মধ্যে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে দেওয়াল। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। ছাতনা থানা পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ছাতনার সরবেড়িয়া সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠায়। ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ পাঠানো হয়েছে।
advertisement
প্রসঙ্গত, শনিবার সকালে তিন শিশু মারা যায় একইভাবে। এবার প্রাণ গেল পূরবী হাঁসদার। মনে করা যাচ্ছে প্রবল বৃষ্টিতে মাটির দেয়াল ভিজে যায় এবং সেই কারণেই তা ভেঙে পড়ে। বৃদ্ধার পরিবারের এক সদস্য দাবি করেন যে ওই বৃদ্ধার আবাস যোজনায় নাম থাকলেও বাড়ি মেলেনি। ঘটনাস্থল পরিদর্শনে বিজেপি বিধায়ক গেলে তাকে গ্রামবাসীদের প্রবল বিক্ষোভের সম্মুখীন হতে হয়।
আরও পড়ুনঃ ICC World Cup 2023: বিশ্বকাপের পর অবসর ৮ ভারতীয় ক্রিকেটারের! তালিকায় একের পর এক তারকার নাম
পরপর দুই দিনে চার চারটি প্রাণ চলে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা বাঁকুড়া জেলায়। আতঙ্কে কাঁটা হয়ে রয়েছেন মাটির ঘরে বসবাসকারী মানুষরা। তার সঙ্গে তাল মিলিয়ে বেড়ে চলেছে বৃষ্টিপাতের পরিমাণ। কীভাবে থামবে এই মৃত্যু মিছিল সেই নিয়ে থেকে যাচ্ছে প্রশ্ন।
নীলাঞ্জন ব্যানার্জী