তিন দিন ধরে চলা ১৬ দলের এই বিশাল টুর্নামেন্ট মথুরাপুরের সাংসদ বাপী হালদারের উদ্যোগে কৃষ্ণচন্দ্রপুরের বিবেকানন্দ ময়দানে আয়োজিত হয়। সেই ফুটবল টুর্নামেন্ট দেখতে হাজার হাজার মানুষ সেখানে ভিড় করেন।
এই ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে অংশ নিয়েছিলেন এমন প্লেয়ার যারা আদতে আফ্রিকার বাসিন্দা। সেই সুদূর আফ্রিকা থেকে ফুটবল খেলার জন্য তারা এসেছিলেন মথুরাপুরে। তাদের দেখে খুশি সকলেই।
advertisement
এই সমস্ত খেলোয়াড়দের মধ্যে কেউ আইভরি কোস্ট থেকে, কেউ সেনেগাল, ঘানা, ক্যামেরুন থেকে এসেছিলেন। শুধুমাত্র এই খেলাতে যে বিদেশি খেলোয়ারদের দেখতে পাওয়া যায় তা নয়। গোটা শীতকাল জুড়ে দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন জায়গায় এই প্লেয়ারদের দেখতে পাওয়া যায়।
আরও পড়ুনঃ Virat Kohli: এক ম্যাচে একাই কোহলি গড়লেন ১২টি রেকর্ড! এমন বিরাট নজির বিশ্বে কারও নেই!
এই আফ্রিকান প্লেয়াররা আসেন, খেলেন এবং সকলের দৃষ্টি আকর্ষণ করেন। মথুরাপুরেও তার ব্যতিক্রম হয়নি। খেলায় তাঁদের টিম শেষ পর্যন্ত জিতে যায়। দর্শকরাও এই খেলা দেখে খুবই খুশি।
নবাব মল্লিক