TRENDING:

ভয়ঙ্কর বিপদের ঘণ্টা...! ভারতের পরিস্থিতি চরম ভয়াবহ, আগামী দিনে কী হবে? ভয় ধরাচ্ছে বিজ্ঞানীদের গবেষণা

Last Updated:

West Medinipur News: বর্তমান পরিস্থিতিতে একসঙ্গে বা পর পর একাধিক প্রাকৃতিক দুর্যোগের (compound extreme event) কারণে সাধারণ জনজীবনে ও সমাজের উপর এর প্রভাব আরও মারাত্মক হবে। গবেষণায় দেখা গেছে যে, ঘন জনবসতিপূর্ণ এলাকায়, যেমন গাঙ্গেয় সমভূমিতে এই প্রভাব বেশি। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: আবহাওয়ার পরিবর্তন ক্ষণস্থায়ী হলেও জলবায়ুর পরিবর্তন দীর্ঘস্থায়ী। দীর্ঘমেয়াদি একাধিক প্রাকৃতিক ঘটনার এবং মানব জাতির কার্যকলাপের কারণে বদল হয় জলবায়ুর। তবে বেশ কয়েকটা দশক পেছনে গেলেই দেখা যাবে জলবায়ু পরিবর্তন ও তার প্রভাব আজকের দিনের মতো মারাত্মক ছিল না। সাধারণ জনজীবনে কিংবা সমাজে এর প্রভাব ছিল তুলনামূলকভাবে কম। তবে বর্তমানে জলবায়ু পরিবর্তনের উপর বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। যা রীতিমতো ভয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে সাধারণ মানুষের কাছে। পরিবেশ সম্পর্কে এই গবেষণায় এক চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন আইআইটি খড়্গপুরের এক বিজ্ঞানী।
advertisement

আগামী একটা শতক এই জলবায়ু পরিবর্তনের কারণে নানান ঘটনা ঘটতে পারে, যে কারণেই আগেভাগে সতর্ক হওয়া প্রয়োজন। জলবায়ু পরিবর্তনের কারণে খরা, অতি বৃষ্টি, কিংবা তাপপ্রবাহের মতো চরমভাবাপন্ন অবস্থা (extreme events) দিন দিন বাড়ছে। যার প্রত্যক্ষ প্রভাব পড়েছে বাস্তুতন্ত্র এবং জীবকূলের উপর। তবে বর্তমান দিনে আরও ভয়ঙ্কর হচ্ছে মিশ্র প্রাকৃতিক দুর্যোগের (compound extreme) প্রভাব। আইআইটি খড়্গপুরের সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের, জলসম্পদ বিভাগের অধ্যাপক রাজীব মাইতি ও তার গবেষক ছাত্র-ছাত্রীরা জলবায়ু পরিবর্তনের প্রভাবের উপর গবেষণা চালিয়ে এমন তথ্য পেয়েছেন। জানা গিয়েছে, ১৯৫০ সাল থেকে জলবায়ু পরিবর্তনের একাধিক তথ্য নিয়ে বর্তমান পরিস্থিতি এবং আগামী ভবিষ্যতে জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুতন্ত্র ও জীবকূলের উপর ক্ষতিকর প্রভাব নিয়ে গবেষণা চালিয়েছেন।

advertisement

আরও পড়ুন-৪ দিন পর কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড! ভয়ঙ্কর খেল দেখাবে শুক্র…! ধনদাতার আশীর্বাদে ৪ রাশি পাবে কুবেরের ধন, খুলবে ভাগ্যের দরজা

তিনি জানিয়েছেন, শুধুমাত্র একটি প্রাকৃতিক দুর্যোগের (single extreme event) কারণে নয়, বর্তমান পরিস্থিতিতে একসঙ্গে বা পর পর একাধিক প্রাকৃতিক দুর্যোগের (compound extreme event) কারণে সাধারণ জনজীবনে ও সমাজের উপর এর প্রভাব আরও মারাত্মক হবে। গবেষণায় দেখা গেছে যে, ঘন জনবসতিপূর্ণ এলাকায়, যেমন গাঙ্গেয় সমভূমিতে এই প্রভাব বেশি। দাক্ষিণাত্যের মালভূমি অঞ্চলেও এর প্রভাব দেখা গেছে। বেশি প্রভাব পড়বে এরকম এলাকা গুলিকে হটস্পট হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেক্ষেত্রে বাড়তি সতর্কতা প্রয়োজন।

advertisement

View More

আরও পড়ুন-সব শেষ? কফিনে কি পরে গেল শেষ পেরেকটাও! বিচ্ছেদের গুঞ্জনে এটা কী বললেন জয়া বচ্চন? জানলে রাতের ঘুম উড়বে

জানা গিয়েছে, কমপাউন্ড এক্সট্রিমের এর কারণে এই সব হটস্পট এলাকাগুলি সাধারণত বেশি জনবসতিপূর্ণ হওয়ার কারণে একাধিক জলবায়ুর পরবর্তনজনিত অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে। স্বাভাবিকভাবে আগামী পরিস্থিতিতে এর প্রভাব মারাত্মক। সতর্ক করা হয়েছে বিজ্ঞানীদের তরফে। তবে বিজ্ঞানীদের এই গবেষণা উদ্বেগ বাড়িয়েছে সকলের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
ভয়ঙ্কর বিপদের ঘণ্টা...! ভারতের পরিস্থিতি চরম ভয়াবহ, আগামী দিনে কী হবে? ভয় ধরাচ্ছে বিজ্ঞানীদের গবেষণা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল