সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরের ভাঙন প্রবণ এলাকাগুলি ঘুরে দেখেছেন নেদারল্যান্ড থেকে আসা বিশেষজ্ঞরা। তাঁদের সঙ্গে ছিলেন সেচ দফতরের আধিকারিকরা। জানা গিয়েছে, গঙ্গাসাগরের সমুদ্র সৈকত ঘুরে তাঁরা একটি তালিকা তৈরি করেছেন। এছাড়াও সমুদ্রের গতিপ্রকৃতি নিয়ে সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। এরপরই তাঁরা ফিরে যান।
advertisement
প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বিশেষজ্ঞরা নিজেদের মধ্যে আলোচনার পর সেচ দফতরের কাছে একটি প্রস্তাব জমা দেবেন। উত্তাল সমুদ্রের কারণে ক্রমশ ভাঙছে গঙ্গাসাগরের সমুদ্র বাঁধ। বিশেষত কপিলমুনি মন্দিরের সামনের অংশজুড়ে ভাঙন সবচেয়ে বেশি। সেই এলাকাগুলি এদিন বিশেষজ্ঞরা ঘুরে দেখেন। এছাড়াও সাগরের অন্যান্য ভাঙন প্রবণ এলাকাগুলিও ঘুরে দেখেন তাঁরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
যদিও স্থানীয়দের দাবি এর আগেও একাধিকবার এমন কাজ করা হয়েছে কিন্তু সমস্যার আর সমাধান হয়নি। এই সমস্যার সমাধানের জন্য কংক্রিটের নদীবাঁধ ও স্থায়ী পরিকল্পনা গ্রহণ করতে হবে বলে দাবি তাদের।
নবাব মল্লিক