TRENDING:

Chhath Puja 2024: আবার উৎসবের প্রস্তুতি জেলায়! ছট পুজোর প্রস্তুতি শুরু প্রশাসনিক স্তরে, নিরাপত্তায় জোর

Last Updated:

Chhath Puja 2024: কালীপুজো, ভাইফোঁটা শেষ হতেই আবার নতুন করে উৎসবের প্রস্তুতি জেলায়। উৎসব সামাল দেওয়ার প্রস্তুতি শুরু প্রশাসনিক স্তরেও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পানাগড়, পশ্চিম বর্ধমান : কালীপুজো, ভাইফোঁটা শেষ হতেই আবার নতুন করে উৎসবের প্রস্তুতি জেলায়। উৎসব সামাল দেওয়ার প্রস্তুতি শুরু প্রশাসনিক স্তরেও। পশ্চিম বর্ধমান জেলায় হিন্দি ভাষাভাষী মানুষের সংখ্যা তুলনামূলক অনেকটা বেশি। যে কারণে ছট পুজো উপলক্ষে জাঁকজমক লক্ষ্য করা যায় জেলা জুড়ে। চলতি সপ্তাহেই রয়েছে ছট পুজো। তার আগে প্রশাসন এবং উদ্যোক্তাদের প্রস্তুতি তুঙ্গে।
advertisement

আগামী বৃহস্পতিবার এবং শুক্রবার ছট পুজোর মূল অনুষ্ঠান। এই দুদিন জেলার বিভিন্ন ছট ঘাটগুলিতে পুণ্যার্থীদের ব্যাপক ভিড় দেখা যাবে। আসানসোল, দুর্গাপুর, পানাগড় সব জায়গাতেই ছট পুজো উপলক্ষে আয়োজন শুরু হয়ে গিয়েছে। যে কারণে ছট পুজোর নিরাপত্তা এবং সুরক্ষা ঠিক রাখতে ইতিমধ্যেই প্রশাসনিকস্তরে প্রস্তুতি শুরু হয়েছে। ছট পুজোর উদ্যোক্তাদের সঙ্গে বৈঠক করে দেওয়া হয়েছে নির্দেশিকা।

advertisement

জানা গিয়েছে, প্রশাসন ছট পুজোর নিরাপত্তায় কোনওরকম ফাঁক রাখতে চায় না। যে কারণে ছট পুজোর উদ্যোক্তাদের পর্যাপ্ত পরিমাণে সিসিটিভি ক্যামেরা ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি পুলিশের তরফ থেকে সব রকম সহযোগিতা করার আশ্বাস দেওয়া হয়েছে উদ্যোক্তাদের। পরিবেশ দূষণ রুখতে যাতে বাজি ফাটানো না হয়, সেই বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে কোনও অশান্তি হলে যাতে দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়, সেই বিষয়ে অনুরোধ করা হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ Viral Video: মত্ত অবস্থায় বন্ধুদের সঙ্গে বাজি! বসে পড়লেন আতসবাজির বক্সের উপর, তারপর যা ঘটল

View More

প্রসঙ্গত, আসানসোল, দুর্গাপুর বা পানাগড়ের একাধিক জলাশয় বা দামোদরের ঘাটগুলিতে ছট পুজোর আয়োজন করা হয়। পুজো উদ্যোক্তারা ঘাটগুলিকে আগে থেকে সাজিয়ে তোলেন। পাশাপাশি ঘাটগুলি পরিষ্কার করানো হয়। বিভিন্ন বড় জলাশয় গুলিতেও আয়োজন করা হয় ছট পুজোর। হাজার হাজার ছট ব্রতী বৃহস্পতিবার বিকেল থেকে ঘাট গুলিতে ভিড় করবেন। তার আগে সব রকম প্রস্তুতি ফেলে রাখতে চাইছে প্রশাসন এবং উদ্যোক্তারা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুজো শেষ হতেই ঝাঁকে ঝাঁকে পদ্মার ইলিশ! জলের দরে টাটকা মাছ না খেলেই নয়
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Chhath Puja 2024: আবার উৎসবের প্রস্তুতি জেলায়! ছট পুজোর প্রস্তুতি শুরু প্রশাসনিক স্তরে, নিরাপত্তায় জোর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল