AC ও স্লিপার কোচে আর চড়া যাবে না! TTE এলেই ইচ্ছেমতো ‘সফর’ শেষ…! বড় সিদ্ধান্ত রেলের
মূল এক্সপ্রেসওয়ে থেকে দুই সংযোগকারী রাস্তার মোড়ে বসানো হয়েছে এই আয়নাগুলি। এর ফলে টার্নিং নেওয়ার সময় উল্টো দিক থেকে আসা যানবাহন সহজেই দেখা যাবে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। আন্ডারপাস এবং মোড় এলাকা হওয়ায় প্রায়শই দুর্ঘটনা ঘটে। এই কনভেক্স মিরর বসানোর ফলে দু’পাশের গাড়িচালকরা বিপরীত দিকের যানবাহন এর গতি সহজেই দেখতে পারবেন।
advertisement
সাপ কেন একমাত্র বেজির কাছেই জব্দ? ‘সাপে নেউলে’ শত্রুতার পিছনে কোন বড় সত্য…? অনেকেই জানেন না!
ফলে দুর্ঘটনা এড়ানো সম্ভব হবে। বাইরের দিকে একটু বেকা ধরনের হওয়ায় কনভেক্স মিররে ওই এলাকার একবারে বড় ছবি প্রতিফলিত করবে। দুর্গম পাহাড়ি রাস্তায় বিপজ্জনক বাঁক গুলিতে এই ধরনের আয়না দেখা যায়। এবার সেই অত্যাধুনিক মিরর জেলার বুকে দুর্ঘটনা রোধে বসানোয় খুশি পথ চলতি মানুষজন থেকে যান চালকেরা।
Rudra Narayan Roy