শাসকদল থেকে অনেক কর্মী ও রানিনগর ১ নং ব্লক এর প্রাক্তন ব্লক সভাপতি আমিরুল ইসলাম এদিন কংগ্রেসে যোগদান করেন। এদিন অধীর চৌধুরী বলেন, 'আগে পঞ্চয়েত নির্বাচনে মুর্শিদাবাদ জেলার বাসিন্দাদের ভোট দিতে দেওয়া হয়নি। এবার পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল পুলিশ মিলে আমাদের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসাবে। তাই এখন থেকে পুলিশ যেখানে অত্যাচার করবে সেখানে পুলিশের বিরুদ্ধে যতদূর আন্দোলন করা যায় ততদূর আন্দোলন করা হবে।' হুঁশিয়ায় দেন অধীর।
advertisement
আরও পড়ুন: কেমন আছেন অভিনেত্রী ঐন্দ্রিলা শর্মা? প্রতিটা মুহূর্তে কড়া নজরদারি ডাক্তারদের
আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে কংগ্রেস অংশগ্রহণ করবে। কংগ্রেস মুর্শিদাবাদ জেলায় আবার ক্ষমতা ফিরে পাচ্ছে। কংগ্রেসকে শেষ করা যাবে না বলেও কংগ্রেস কর্মীদের উদ্বুদ্ধ করার চেষ্টা করেন প্রদেশ কংগ্রেস সভাপতি। বিশাল সংখ্যক কর্মীর উপস্থিতিতে কিছুটা নিজেও উদ্বুদ্ধ হয়ে পুরোনো ফর্মে ফিরে গিয়ে বলেন, '২০২৪ নির্বাচনে আমরা জয়ী হব। যারা বলত কংগ্রেস মরে গেছে। আজকে কর্মীদের উপস্থিতিটা দেখুন। অনেক কংগ্রেস কর্মী তৃণমূল দলে যোগ দিয়ে ভেবেছিল তারা অনেক কাজ করবে। তাদের সেই মোহভঙ্গ হয়েছে আর সেই কারণে জেলার বিভিন্ন ব্লক থেকে শয়ে শয়ে কর্মীরা যোগদান করছে আমাদের দলে।'
আরও পড়ুন: দরজা খুলল বিবস্ত্র তরুণী, খাটে পড়ে যুবকের দেহ! সল্টলেকের গেস্ট হাউজে হাড়হিম ঘটনা
অধীরের দাবি, 'মোদিও কংগ্রেসকে আটকাতে পারবে না, দিদিও কংগ্রেসকে আটকাতে পারবে না। আর সেই কারণের গুজরাতে বিপর্যয় হল আর মোদি বিরাট টুপি পড়ে ঘুরে বেড়াচ্ছে । মানুষের ভালোমন্দ নিয়ে চিন্তিত নয় এরা । সারা দেশে মোদী উৎসব চলছে।' বিজেপি ও তৃণমূলকে কটাক্ষ করেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী।