প্রয়াত হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। একটা সময়ে বাম আমলে জেলে যেতে হয়েছিল অধীর চৌধুরীকে। কিন্তু তা নিয়ে কোনও ক্ষোভ নেই অধীর চৌধুরীর। প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের মৃত্যুতে অধীর চৌধুরী বলেন, ”দীর্ঘদিন ধরে বাম শাসনে বিরোধিতা করে আমরা রাজনীতি করেছি। বিধায়ক থেকে সাংসদ পদে থাকাকালীন বামেদের বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছি। প্রতি মুহূর্তে বাম ঘরানা রাজনৈতিক বিরোধিতা করেই আমাকে এগিয়ে যেতে হয়েছে। বিরোধিতা করতে গিয়ে প্রতিবাদ করেছি এবং সমালোচনা করেছি।”
advertisement
আরও পড়ুন: তিনিই মিথ, তিনিই ‘মুখ’! রূপকথা থেকে শোকগাথা-বিদায় বুদ্ধদেব
অধীরের সংযোজন, ”তিনি এমন একজন রাজনৈতিক ব্যক্তিত্ব, যার রাজনৈতিক জীবনে সততা থেকে আর কিছু নেই। বুদ্ধবাবুর বিরুদ্ধে সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে বিরোধিতা করেছি। তবে আজকে মনে হয় সেই বিরোধিতা না করলেই ভাল হত। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রী সামান্য একটি ফ্ল্যাটে জীবন যাপন করে আমাদের ছেড়ে চলে গেলেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা রইল আমার।”
—- কৌশিক অধিকারী