TRENDING:

Adhir Chowdhury to Bayron Biswas: 'ভাইটি আমার...', দল বদল করেই মারাত্মক অভিযোগ বায়রনের! জবাব দিলেন অধীর

Last Updated:

বায়রন বিশ্বাসের দলবদলের পরই সাগরদিঘি মডেল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কলকাতা: যাঁকে সাগরদিঘিতে প্রার্থী করে সাগরদিঘিতে মাস্টারস্ট্রোক দিয়েছিলেন, সেই বায়রন বিশ্বাসই আজ তৃণমূলে যোগ দিলেন৷
তৃণমূলে বায়রন, মুখ খুললেন অধীর৷
তৃণমূলে বায়রন, মুখ খুললেন অধীর৷
advertisement

শুধু তৃণমূলে যোগ দেওয়াই নয়, দলবদল করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধেই তোপ দেগেছেন বায়রন৷ সাগরদিঘির বিধায়কের অভিযোগ, বিজেপি-র বিরুদ্ধে কোনও কথাই বলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি৷ বরং তাঁর একমাত্র উদ্দেশ্য তৃণমূলকে নিচু করা৷ একই সঙ্গে বায়রনের দাবি, ব্যক্তিগত কৃতিত্বেই সাগরদিঘিতে জিতেছেন তিনি৷ এই জয়ের পিছনে কংগ্রেসের কোনও অবদান নেই৷

advertisement

বায়রন এই তোপ দাগার পরই তার পাল্টা জবাব দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী৷ বায়রনের উদ্দেশ্যে প্রদেশ কংগ্রেস সভাপতির জবাব, ‘দল তোমাকে বায়রন বিশ্বাস করেছে৷ তোমার বাজার দর তৈরি করেছে৷ না হলে তৃণমূল কংগ্রেস আজ তোমার কাছে যেত না৷ তাই একটা কথাই বলব ভাইটি আমার, কংগ্রেসকে অকারণে আক্রমণ না করে নিজের ইমানের দিকে তাকাও৷’

advertisement

অধীর চৌধুরী আরও বলেন, ‘তুমি ভাল পরিবারের ছেলে বলে বিশ্বাস করি৷ তোমার সততার উপরে বিশ্বাস করেছিলাম৷ বায়রন বিশ্বাসের মতো লোককে সুযোগ দিয়েছিলাম৷ সুযোগ দেওয়াটা কোনও অপরাধ নয়৷ যাঁরা সুযোগের অপব্যবহার করে, অন্যায়টা তাঁরা করে৷’

আরও পড়ুন: কংগ্রেসের বড় ধাক্কা! অভিষেকের হাত ধরে তৃণমূলে এলেন বায়রন বিশ্বাস

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বায়রন বিশ্বাসের দলবদলের পরই সাগরদিঘি মডেল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ যদিও তা মানতে নারাজ কংগ্রেস এবং সিপিএম নেতারা৷ সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘মডেল মুখ থুবড়ে পড়ল না৷ হাটেবাজারে বিক্রি হওয়া প্রাণী পাওয়া যায়৷ সেরকম কিছু প্রাণী মানুষের মধ্যে থাকেন৷ সেরমকই একটি প্রাণী বিক্রি হয়ে গেল৷ নরেন্দ্র মোদি- অমিত শাহের পদাঙ্কই তৃণমূল অনুসরণ করল৷ এর পরিণতি মারাত্মক৷’

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Adhir Chowdhury to Bayron Biswas: 'ভাইটি আমার...', দল বদল করেই মারাত্মক অভিযোগ বায়রনের! জবাব দিলেন অধীর
Open in App
হোম
খবর
ফটো
লোকাল