শুধু তৃণমূলে যোগ দেওয়াই নয়, দলবদল করে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধেই তোপ দেগেছেন বায়রন৷ সাগরদিঘির বিধায়কের অভিযোগ, বিজেপি-র বিরুদ্ধে কোনও কথাই বলেন না প্রদেশ কংগ্রেস সভাপতি৷ বরং তাঁর একমাত্র উদ্দেশ্য তৃণমূলকে নিচু করা৷ একই সঙ্গে বায়রনের দাবি, ব্যক্তিগত কৃতিত্বেই সাগরদিঘিতে জিতেছেন তিনি৷ এই জয়ের পিছনে কংগ্রেসের কোনও অবদান নেই৷
advertisement
বায়রন এই তোপ দাগার পরই তার পাল্টা জবাব দিয়েছেন অধীর রঞ্জন চৌধুরী৷ বায়রনের উদ্দেশ্যে প্রদেশ কংগ্রেস সভাপতির জবাব, ‘দল তোমাকে বায়রন বিশ্বাস করেছে৷ তোমার বাজার দর তৈরি করেছে৷ না হলে তৃণমূল কংগ্রেস আজ তোমার কাছে যেত না৷ তাই একটা কথাই বলব ভাইটি আমার, কংগ্রেসকে অকারণে আক্রমণ না করে নিজের ইমানের দিকে তাকাও৷’
অধীর চৌধুরী আরও বলেন, ‘তুমি ভাল পরিবারের ছেলে বলে বিশ্বাস করি৷ তোমার সততার উপরে বিশ্বাস করেছিলাম৷ বায়রন বিশ্বাসের মতো লোককে সুযোগ দিয়েছিলাম৷ সুযোগ দেওয়াটা কোনও অপরাধ নয়৷ যাঁরা সুযোগের অপব্যবহার করে, অন্যায়টা তাঁরা করে৷’
আরও পড়ুন: কংগ্রেসের বড় ধাক্কা! অভিষেকের হাত ধরে তৃণমূলে এলেন বায়রন বিশ্বাস
বায়রন বিশ্বাসের দলবদলের পরই সাগরদিঘি মডেল নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে৷ যদিও তা মানতে নারাজ কংগ্রেস এবং সিপিএম নেতারা৷ সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘মডেল মুখ থুবড়ে পড়ল না৷ হাটেবাজারে বিক্রি হওয়া প্রাণী পাওয়া যায়৷ সেরকম কিছু প্রাণী মানুষের মধ্যে থাকেন৷ সেরমকই একটি প্রাণী বিক্রি হয়ে গেল৷ নরেন্দ্র মোদি- অমিত শাহের পদাঙ্কই তৃণমূল অনুসরণ করল৷ এর পরিণতি মারাত্মক৷’