আরও পড়ুন– সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে, সুন্দরবনে সাত পাকে দুই তরুণী ! রিয়া-রাখির প্রেমের নজির
পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরুপ সুন্দর পণ্ডা। প্রশাসনিক ও রাজনৈতিক ব্যস্ততার মাঝেও তিনি যে অভিনয়ে এতটা পারদর্শী, তা অনেকেরই অজানা ছিল। ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আয়োজিত যাত্রানুষ্ঠানে তাঁকে দেখা যায় অভিনয় করতে। এই যাত্রাপালায় তিনি ‘ধনসম্পদের মালিক এক পাগল’ চরিত্রে অভিনয় করেন। মঞ্চে তাঁর উপস্থিতি ছিল একেবারে চমকপ্রদ। সংলাপ বলার ভঙ্গি, মুখভঙ্গি, এবং আবেগ প্রকাশে তিনি যে কতটা দক্ষ, তা দর্শকরা বুঝে গিয়েছিলেন প্রথম দৃশ্য থেকেই। তাঁর সাবলীল অভিনয় দেখে দর্শকাসন থেকে আসে মুহুর্মুহু করতালি।
advertisement
অরুপ বাবু জানান, নাটক, যাত্রা এবং অভিনয়ের প্রতি তাঁর ভালবাসা নতুন কিছু নয়। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে তাঁর এক গভীর সম্পর্ক ছিল। কিন্তু রাজনীতির ব্যস্ততা এবং দায়িত্বের কারণে এতদিন মঞ্চ থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে সুযোগ পেয়ে যেন ফিরে গেলেন নিজের পুরনো মেজাজে। তাঁর কথায়, “রাজনৈতিক কূটকৌশলের মধ্যেও শিল্পের প্রতি আমার টান একটুও কমেনি। সুযোগ পেলেই মঞ্চে ফিরতে চেয়েছি।”
ভগবানপুরের দাপুটে নেতা হিসেবে অরুপ সুন্দর পণ্ডার জনপ্রিয়তা যথেষ্ট। পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে তিনি ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি পদে আসীন হয়েছেন। কিন্তু জগদ্ধাত্রী পুজোর যাত্রা মঞ্চে তাঁর অভিনয় যেন তাঁকে নতুনভাবে চিনিয়ে দিল। তাঁর অভিনয়ের দৃশ্য এখন স্থানীয়দের মোবাইল ফোনে ভাইরাল। অনেকেই বলছেন, রাজনীতির বাইরেও তিনি যে একজন অসাধারণ শিল্পী— তা আর প্রমাণের অপেক্ষা রাখে না। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতাদের এই যাত্রা অভিনয় ভোট প্রচারের একটি সহজ মাধ্যম।





