TRENDING:

রাজনীতির সঙ্গেই দাপিয়ে অভিনয় ! যাত্রাপালায় মঞ্চ মাতালেন তৃণমূল নেতা

Last Updated:

ধনসম্পদের মালিক এক পাগল’ চরিত্রে তৃণমূল নেতা, ভাইরাল যাত্রা মঞ্চের ভিডিও! দেখুন 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ভগবানপুর, পূর্ব মেদিনীপুর, মদন মাইতি: রাজনীতির মঞ্চ থেকে এবার যাত্রা মঞ্চে তৃণমূল নেতা।‌ নেটপাড়ায় ভাইরাল সেই ভিডিও। তৃণমূল পরিচালিত জেলা সভাধিপতি তথা পটাশপুরের বিধায়ক উত্তম বারিকের মতোই এবার যাত্রা মঞ্চে নাম লিখিয়েছেন আরেক তৃণমূল নেতা। রাজনীতির মঞ্চে তাঁর দাপট সুবিদিত, কিন্তু এবার রাজনীতির গণ্ডি ছেড়ে যাত্রা মঞ্চে অভিনয় করে চমকে দিলেন ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরুপ সুন্দর পণ্ডা। কথায় আছে, শখের বসে মানুষ কী না করে, মেজাজটাই আসল রাজা। সেই শখের বশেই তিনি রাজনৈতিক ব্যস্ততার মাঝেও সময় বার করে উঠলেন মঞ্চে। অভিনয় করলেন এমন সাবলীলতায় যে দর্শকাসন থেকে পড়ল দেদার করতালি। উপস্থিত দর্শকদের কেউ কেউ বলেন, ‘‘রাজনীতি নয়, অভিনয়েই যেন তাঁর আসল জায়গা।’’ জেলাজুড়ে এখন ঘুরছে যাত্রা মঞ্চে তাঁর সেই অনবদ্য অভিনয়ের ভিডিও।
advertisement

আরও পড়ুন– সমাজের বাঁধন ছিড়ে নতুন পথে, সুন্দরবনে সাত পাকে দুই তরুণী ! রিয়া-রাখির প্রেমের নজির

পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি অরুপ সুন্দর পণ্ডা। প্রশাসনিক ও রাজনৈতিক ব্যস্ততার মাঝেও তিনি যে অভিনয়ে এতটা পারদর্শী, তা অনেকেরই অজানা ছিল। ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির উদ্যোগে জগদ্ধাত্রী পুজো উপলক্ষে আয়োজিত যাত্রানুষ্ঠানে তাঁকে দেখা যায় অভিনয় করতে। এই যাত্রাপালায় তিনি ‘ধনসম্পদের মালিক এক পাগল’ চরিত্রে অভিনয় করেন। মঞ্চে তাঁর উপস্থিতি ছিল একেবারে চমকপ্রদ। সংলাপ বলার ভঙ্গি, মুখভঙ্গি, এবং আবেগ প্রকাশে তিনি যে কতটা দক্ষ, তা দর্শকরা বুঝে গিয়েছিলেন প্রথম দৃশ্য থেকেই। তাঁর সাবলীল অভিনয় দেখে দর্শকাসন থেকে আসে মুহুর্মুহু করতালি।

advertisement

আরও পড়ুন– ২০৪৭ সালের মধ্যে জেম অ্যান্ড জুয়েলারি খাতে ১০০ বিলিয়ন ডলার রফতানি এবং ৫০০ বিলিয়ন ডলারের অভ্যন্তরীণ বাজারের লক্ষ্যমাত্রা নির্ধারণ

View More

অরুপ বাবু জানান, নাটক, যাত্রা এবং অভিনয়ের প্রতি তাঁর ভালবাসা নতুন কিছু নয়। ছোটবেলা থেকেই অভিনয়ের সঙ্গে তাঁর এক গভীর সম্পর্ক ছিল। কিন্তু রাজনীতির ব্যস্ততা এবং দায়িত্বের কারণে এতদিন মঞ্চ থেকে দূরে ছিলেন তিনি। অবশেষে সুযোগ পেয়ে যেন ফিরে গেলেন নিজের পুরনো মেজাজে। তাঁর কথায়, “রাজনৈতিক কূটকৌশলের মধ্যেও শিল্পের প্রতি আমার টান একটুও কমেনি। সুযোগ পেলেই মঞ্চে ফিরতে চেয়েছি।”

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অষ্টম বা দশম পাশ হলেই আবেদন করুন! পশ্চিমবঙ্গ সরকারের ফ্রি স্কিল ট্রেনিং প্রোগ্রাম, রয়েছে চাকরির সুযোগ
আরও দেখুন

ভগবানপুরের দাপুটে নেতা হিসেবে অরুপ সুন্দর পণ্ডার জনপ্রিয়তা যথেষ্ট। পঞ্চায়েত নির্বাচনে জয়ী হয়ে তিনি ভগবানপুর ১ পঞ্চায়েত সমিতির সভাপতি পদে আসীন হয়েছেন। কিন্তু জগদ্ধাত্রী পুজোর যাত্রা মঞ্চে তাঁর অভিনয় যেন তাঁকে নতুনভাবে চিনিয়ে দিল। তাঁর অভিনয়ের দৃশ্য এখন স্থানীয়দের মোবাইল ফোনে ভাইরাল। অনেকেই বলছেন, রাজনীতির বাইরেও তিনি যে একজন অসাধারণ শিল্পী— তা আর প্রমাণের অপেক্ষা রাখে না। যদিও রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে পূর্ব মেদিনীপুরের তৃণমূল নেতাদের এই যাত্রা অভিনয় ভোট প্রচারের একটি সহজ মাধ্যম।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
রাজনীতির সঙ্গেই দাপিয়ে অভিনয় ! যাত্রাপালায় মঞ্চ মাতালেন তৃণমূল নেতা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল