আরও পড়ুন: বিমানবন্দরে গেলেই ‘পুলিশ দিদি’-র দেখা মিলবে, তিনি কে জানেন?
প্রতিটা মুহূর্তে জীবন হাতে নিয়ে চলাচল করতে হচ্ছে গ্রামবাসীদের। স্থানীয় পাতিবুনিয়া ও রাজনগর গ্রামের মানুষ থেকে শুরু করে মৌসুনি দ্বীপের মানুষজনের যাতায়াতের প্রধান রাস্তা এই গায়েন বাজার পুল। প্রতিনিয়ত কয়েক হাজার মানুষ যাতায়াত করেন এই সেতু দিয়ে। অভিযোগ, বারে বারে প্রশাসনকে জানিয়েও কোনও কাজ হয়নি। অবিলম্বে এই সেতুর কাজ না করলে যে কোনও দিন বড়সড় দুর্ঘটনা ঘটে যেতে পারে বলে আশঙ্কা।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
দুর্ঘটনার কথা আঁচ করে তড়িঘড়ি ডিপিআর তৈরি করা হয়েছে। এই বিষয়ে দক্ষিণ ২৪ পরগনা জেলা পরিষদের সহ-সভাধিপতি শ্রীমন্ত কুমার মালি জানান, বিষয়টি নজরে আছে। সেতুটি নতুন করে নির্মাণের জন্য ডিপিআর তৈরির কথা বলা হয়েছিল। তাতে দেখাগেছে প্রায় ৩৩ লক্ষ টাকা খরচ হবে। সেই টাকা সাংসদ তহবিল থেকে অনুমোদন হয়েছে। সেতুর কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে বলে জানিয়েছেন তিনি।
নবাব মল্লিক