প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছে একটি গলি দিয়ে বেরোচ্ছিল পিকআপ ভ্যানটি ঠিক সেই সময় প্রচন্ড গতিতে আসছিল কলকাতার দিক থেকে ব্যারাকপুরের দিকে একটি মোটরসাইকেল। মোটরসাইকেলটি প্রচন্ড গতিতে এসে জোড়ে ধাক্কা মারে পিকআপ ভ্যানেকে। ঘটনাস্থল ছিটকে পড়ে তিন যুবক। এই তিন যুবকের কারও মাথায় ছিল না হেলমেট। এলাকার মানুষ ও খড়দহ থানার পুলিশ এই তিনজনকে সাগর দত্ত স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তিনজনকে মৃত বলে ঘোষণা করে। এই তিন বাইক আরোহীর এখনো কোনও পরিচয় জানা যায়নি এত সকালে কোথায় যাচ্ছিল বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা যায় কিনা সেটা খতিয়ে দিচ্ছে পুলিশ।
advertisement
এদিকে ব্যারাকপুর কমিশনারের পুলিশ প্রতিদিন কোথাও না কোথাও হেলমেট না পরলে হাজার টাকার ফাইন করছে আটকে রাখছে গাড়ি তাতেও হুঁশ ফেরেনি বহু মানুষের। প্রত্যেকের মাথায় আঘাত লেগেছে। পুলিশের ও এলাকার মানুষের দাবি যদি মাথায় হেলমেট থাকতো তাহলে হয়তো এরা প্রত্যেকে প্রাণে বেঁচে যেত।
Arun Ghosh






