বহরমপুর: যাত্রীবাহী বাস ও ট্রাকের ভয়াবহ দুর্ঘটনায় আহত একাধিক। এই ঘটনাই ব্যাপক চাঞ্চল ছড়িয়ে পড়ে নওদায়। মুর্শিদাবাদের আমতলা বহরমপুর রাজ্য সড়কের নওদা থানার অন্তর্গত মধুপুরে বুধবার সকালে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা।
advertisement
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, একটি বেসরকারি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সামনে চলতে থাকা একটি ট্রাকের পিছনে ধাক্কা মারে। ধাক্কার জেরে ওই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা আরেকটি ট্রাককে ধাক্কা মারে।
এই দুর্ঘটনায় ট্রাকের চালক ও খালাসি সহ একাধিক ব্যক্তি আহত হন। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তড়িঘড়ি ট্রাকের সামনের অংশের কাচ ভেঙে চালক ও খালাসিকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে ভর্তি করেন।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নওদা থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করা হয়েছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে নওদা থানার পুলিশ।
