সুকান্ত নিউটাউন এর টাটা মেডিক্যালে কর্মরত ছিলেন। সেই সূত্রে তিনি সপরিবারে হাতিশালাতে থাকতেন ঘর ভাড়া নিয়ে। এদিন সকালে তাঁর আড়াই বছরের মেয়েকে নিয়ে সাইকেলে চাপিয়ে গাবতলা বাজারে আসছিলেন।
সেই সময় একটি সিমেন্ট বোঝাই লরি তাঁর পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ করে উল্টো দিক থেকে আসা একটি বাইক ওই সাইকেলে ধাক্কা মারলে বাবা মেয়ে দু’জনেই ছিটকে পড়ে রাস্তার উপর। আড়াই বছরের মেয়েটি ফুটপাতের উপর পড়লেও সুকান্ত সাইকেল সমেত লরির চাকার তলায় পিষ্ট হয়ে যান। অনেক চেষ্টা করেও তাঁকে উদ্ধার করা যায়নি।
advertisement
আরও পড়ুন: কথায় কথায় তো ওকে বলেন, বলুন তো Ok-র ফুল ফর্ম কী? ৯৯.৯% জানে না! জানলে আপনি জিনিয়াস
শেষে ক্রেন নিয়ে এসে লরি উঁচু করে তাঁকে উদ্ধার করা হয়। এই ঘটনায় ব্যাপক যানজটের সৃষ্টি হয় গাবতলা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, ওই জায়গায় রাস্তা যথেষ্ট খারাপ, তার উপর রাস্তার উপর প্রচুর মাটি পড়ে, যে কারণে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। পোলের হাট থানার পুলিশ ঘাতক লরিটিকে আটক করলেও চালক পালিয়েছে।
কল্যাণ মণ্ডল