এক বাইক আরোহীকে বাঁচাতে গিয়ে উল্টে যায় বাসটি। স্থানীয়রা এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় আহত যাত্রীদের উদ্ধার করে নিয়ে আসা হয় খড়গপুর। নারায়ণগড়, বেলদা কিংবা পূর্ব মেদিনীপুরের এগরা যান অনেকেই এই বাসে। বেশ কয়েকদিন আগেও একটি যাত্রী বোঝাই বাস দুর্ঘটনার কবলে পড়ে খড়গপুর বালেশ্বর জাতীয় সড়কে। ফের দুর্ঘটনা ঘটল এদিন। আহত যাত্রীরা জানিয়েছেন, মকরামপুর ঢোকার কিছুটা আগেই একটি বাইক আরোহী হঠাৎই বাসের সামনে চলে আসে। আর তাঁকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
advertisement
নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় বাসটি। পুলিশ সূত্রে খবর, ঘটনায় কমবেশি প্রায় ১০ জন আহত হয়েছেন। প্রত্যেককে জাতীয় সড়ক কর্তৃপক্ষের এম্বুলেন্সে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার মধ্যে দু-একজনের আঘাত গুরুতর। দুর্ঘটনার পর বাস যাত্রী এবং স্থানীয়রা মিলে আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য পাঠিয়েছে, আচমকা এমন ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা।
আরও পড়ুনঃ ১ মাসে মারকাটারি ফিগার! করতে হবে না ডায়েট বা জিম! জাস্ট এই কাজেই কেজি কেজি মেদ ঝরে পড়বে!
দুর্ঘটনার জেরে বেশ কিছুক্ষণের যানজটের সৃষ্টি হয় খড়গপুর থেকে বেলদাগামী জাতীয় সড়কে। পরে খড়গপুর গ্রামীন থানার পুলিশ এবং জাতীয় সড়ক কর্তৃপক্ষের তৎপরতায় দুর্ঘটনাস্থল পরিষ্কার করে যান চলাচল স্বাভাবিক করে। তবে সম্পূর্ণ ঘটনার তদন্তে নেমেছে খড়গপুর গ্রামীন থানার পুলিশ।
রঞ্জন চন্দ