TRENDING:

Accident: শিশুকে বাঁচাতে গিয়ে উল্টে গেল বাইক, রক্তে ভেসে গেলেন তৃণমূল নেতা ও তাঁর স্ত্রী! ভয়াবহ দুর্ঘটনা

Last Updated:

Accident: নিমপীঠের কাছে একটি শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকটি রাস্তার পাশে উল্টে যায়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
জয়নগর: ২৪ ঘন্টার মধ্যে আবারও দুই বাইক দুর্ঘটনা। তাতে বারুইপুরে মৃত্যু হল বাইকচালকের, আর জয়নগরে আহত দু’জন। জয়নগরের নিমপীঠে বাইক দুর্ঘটনায় গুরতর জখম হয়েছেন জয়নগর মজিলপুর পুরসভার ভাইস চেয়ারম্যান রথীন মণ্ডল ও তাঁর স্ত্রী। দু’জনকেই কলকাতার এক বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়েছে।
প্রতীকী চিত্র
প্রতীকী চিত্র
advertisement

এই প্রসঙ্গে জয়নগর মজিলপুর একটি পুরসভার চেয়ারম্যান সুকুমার হালদার বলেন, ভাইস চেয়ারম্যান তার স্ত্রীকে বাইকে বসিয়ে বেলেদুর্গানগরের দিকে যাচ্ছিলেন। নিমপীঠের কাছে একটি শিশুকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের বাইকটি রাস্তার পাশে উল্টে যায়। তাতেই গুরুতর জখম হন দু’জন।

অন্যদিকে, বিষ্ণুপুরের জয়রামপুর থেকে বাড়ি ফেরার পথে সব্জি বোঝাই ছোটো হাতি গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল বাইক চালকের। মৃতের নাম সন্তু নস্কর (২৬)। ঘটনাটি ঘটে বারুইপুরের টংতলায়। পুলিশ জানিয়েছে, যুবকের বাড়ি চম্পাহাটি হালদারপাড়ায়। বাইকে আরও দু’জন ছিলেন। তাঁদের কমবেশি চোট লেগেছে।

advertisement

— সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: শিশুকে বাঁচাতে গিয়ে উল্টে গেল বাইক, রক্তে ভেসে গেলেন তৃণমূল নেতা ও তাঁর স্ত্রী! ভয়াবহ দুর্ঘটনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল