সামনে তেইশের পঞ্চায়েত নির্বাচন আর তার আগেই পঞ্চায়েত এলাকার পাড়ায় পাড়ায় সাধারণ মানুষের বাড়ি যাচ্ছেন যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা। একদিকে বামেদের ধর্মঘট আর ঠিক সেই দিন থেকেই ডায়মন্ড হারবার ১ নং ব্লকের বাসুলডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকার লক্ষীপুর গ্রাম থেকে 'পাড়ায় আমরা' কর্মসূচী শুরু করলেন ডায়মন্ড হারবার ১ নং ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি গৌতম অধিকারী।
advertisement
আরও পড়ুন: পুলিশের ভুলে ৩ মাস জেলবন্দি নির্দোষ! এসপি-কে তদন্তের নির্দেশ ক্ষুব্ধ হাই কোর্টের
সোমবার সকাল থেকেই সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লাগানো টি শার্ট পরে যুব তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গৌতম অধিকারীর দলীয় কর্মীদের নিয়ে পাড়ায় পাড়ায় যান। মূলত দুয়ারে সরকারের পরিষেবা থেকে কেউ বঞ্চিত রয়েছে কিনা তার পাশাপাশি সার্বিক মানুষের অভাব অভিযোগ শুনতে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান যুব সভাপতি। আগামীদিন নিয়ম করে এই 'পাড়ায় আমরা' কর্মসূচি প্রতিটি এলাকায় করা হবে বলেও জানান তিনি।