অভিষেক আরও বলেন, সাগরদিঘিতে বায়রন বিশ্বাস জেতার পরে বিজেপি এর হাত শক্তিশালী হয়েছে। এটা আপনারা অস্বীকার করতে পারবেন না। চারিদিকে এনআরসি এনআরসি করছে। যতদিন মা-মাটি-মানুষের সরকার ক্ষমতায় আছে এনআরসি হতে দেবে না। আমি বুক ঠুকে বলে যাচ্ছি।
এদিন মুর্শিদাবাদের আরেকটি সভা থেকে অভিষেক বলেন, আগামী দিনে পঞ্চায়েত নির্বাচনে চোখে দেখে ভোট দিন, কানে শুনে নয়। ২০১৯ থেকে ২০২৪ যেহেতু আপনার ১৮ টা বিজেপিকে দিয়ে দিলেন, ২ তো কংগ্রেসকে দিয়ে দিলেন, যদিও ওই দুটো বিজেপির। কংগ্রেস সাংসদরা যদি দেখতে পারেন একবারও তাঁরা বলেছেন টাকা ফিরিয়ে দেওয়ার ব্যাপারে আমি তাহলে মুর্শিদবাদে পা রাখব না।
advertisement
আরও পড়ুন, ভয় বাড়াচ্ছে ঘূর্ণিঝড় মোকা! কবে থেকে শুরু হবে এর দাপট, কোথায় কোথায় সতর্কতা
আরও পড়ুন, শুধু গরুপাচারই নয়, অনুব্রতর বিপুল সম্পত্তির ‘রহস্যফাঁস’! বিস্ফোরক দাবি করল ED
কংগ্রেসকে কটাক্ষ করে অভিষেক বলেন, “এই ৫ মাসে কেন্দ্রের সঙ্গে অধীর চৌধুরী ১ টাও মিটিং করেছে কেন্দ্র সরকার এর টাকা ফেরত দেওয়ার বিষয় নিয়ে কেউ যদি দেখাতে পারে তাহলে আমি সেদিন নবজোয়ার কর্মসূচি বন্ধ করে দেব।”