TRENDING:

Abhishek Banerjee: 'বিজেপি নেতাদের দেখতে পেলেই ঘিরে ফেলুন', অভিষেকের বিরাট হুঁশিয়ারি! কেন বললেন, তুমুল জল্পনা

Last Updated:

Abhishek Banerjee: পঞ্চায়েতের দলীয় প্রার্থী বাছাই নিয়েও এদিন স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন অভিষেক। বলেন, ''অনেকেই ভাবছেন তৃণমূল কংগ্রেস সঠিক লোককে দাঁড় করাবে তো? যার থেকে পরিষেবা পাব, যাকে দেখতে পাব।''

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: সম্প্রতি দিল্লি গিয়ে কেন্দ্রীয় গ্রামোন্নয়ণ মন্ত্রী গিরিরাজ সিংয়ের সঙ্গে দেখা করতে গিয়েও পারেননি তৃণমূল শীর্ষ নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। কিন্তু দেখা পাননি মন্ত্রীর। সচিবের সঙ্গে দেখা করেই ফিরে আসতে হয়। কিন্তু রাজ্যের প্রাপ্য আদায়ে তিনি যে থেমে থাকবেন না, তা স্পষ্ট করে দিয়েছিলেন। জানিয়েছিলেন, একশো দিনের কাজ সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যকে টাকা না দিলে দিল্লিতে ভূক্তভোগীদের নিয়ে যাবেন। আর বুধবার বাঁকুড়ার জনসমাবেশ থেকে রীতিমতো গর্জে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। রীতিমতো হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ''বিজেপি নেতাদের দেখতে পেলেই ঘিরে ফেলুন। বলুন অধিকারের টাকা দিতে হবে। বাংলায় বিজেপি হেরেছে, সেই কারণেই বাংলার টাকা আটকে রেখেছে। লজ্জার এটাই, এখানের সাংসদরা মানুষের দাবিতে সংসদে সরব হয় না।''
অভিষেকের বিরাট হুঁশিয়ারি
অভিষেকের বিরাট হুঁশিয়ারি
advertisement

পঞ্চায়েতের দলীয় প্রার্থী বাছাই নিয়েও এদিন স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন অভিষেক। বলেন, ''অনেকেই ভাবছেন তৃণমূল কংগ্রেস সঠিক লোককে দাঁড় করাবে তো? যার থেকে পরিষেবা পাব, যাকে দেখতে পাব। আমি বলছি, কোনও নেতা প্রার্থী ঠিক করবে না। আপনি প্রার্থী ঠিক করবেন। কদিন পরেই সেই প্রক্রিয়া জানতে পারবেন। কোনও নেতার সুপারিশে কিছু হবে না। আমি দলের সাধারণ সম্পাদক হিসাবে বলছি।''

advertisement

আরও পড়ুন: প্রভাবশালীদের নাম বলাতে 'চাপ', কুন্তলের চিঠি দেখতে কোর্টে দৌড়ল ইডি! বড় নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের

রাজ্যের প্রকল্পগুলি নিয়ে আমজনতার উদ্দেশ্যে নিশ্চিন্ত থাকার বার্তা দিয়েছেন অভিষেক। বলেন, ''দুয়ারে রেশন নিশ্চিত থাকুন ছয় মাসে চালু হবে। যে সমস্যা ছিল, সেটা মিটে যাবে। দিদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিচ্ছে। আর মোদি আধার-প্যানের সংযোগের নামে সেই টাকা নিয়ে চলে যাচ্ছে।'' দুর্নীতি প্রসঙ্গেও তিনি যে আপোসহীন অবস্থান নেবে তৃণমূল, তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল শীর্ষ নেতা। তিনি বলেন আমরা দুর্নীতি করলে ছোট, মেজো, বড় নেতাকে ছাড়ি না। আমরা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিই।''

advertisement

আরও পড়ুন: 'ডিলটা ছিল রহস্যে মোড়া!' কোন ডিল? মানিক ভট্টাচার্য এবার আরও বিপদে, সঙ্গে আর কে কে?

অভিষেকের সংযোজন, ''২০১৯ সালে দুই লোকসভায় ও ২০২১ সালে এখানে ৮ বিধায়ক দিয়েছিলেন বিজেপিকে৷ আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কেউ আচ্ছে দিন বলেছিল, তারা কেউ আচ্ছে দিন এনে দিতে পারেনি। আপনারা ভেবেছিলেন মূল্য বৃদ্ধি কমবে, জ্বালানির দাম কমবে, কৃষক ও শ্রমিকরা, ১০০ দিনের কাজের শ্রমিকরা অধিকার পাবেন।''

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: 'বিজেপি নেতাদের দেখতে পেলেই ঘিরে ফেলুন', অভিষেকের বিরাট হুঁশিয়ারি! কেন বললেন, তুমুল জল্পনা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল