পঞ্চায়েতের দলীয় প্রার্থী বাছাই নিয়েও এদিন স্পষ্ট অবস্থান জানিয়ে দিয়েছেন অভিষেক। বলেন, ''অনেকেই ভাবছেন তৃণমূল কংগ্রেস সঠিক লোককে দাঁড় করাবে তো? যার থেকে পরিষেবা পাব, যাকে দেখতে পাব। আমি বলছি, কোনও নেতা প্রার্থী ঠিক করবে না। আপনি প্রার্থী ঠিক করবেন। কদিন পরেই সেই প্রক্রিয়া জানতে পারবেন। কোনও নেতার সুপারিশে কিছু হবে না। আমি দলের সাধারণ সম্পাদক হিসাবে বলছি।''
advertisement
রাজ্যের প্রকল্পগুলি নিয়ে আমজনতার উদ্দেশ্যে নিশ্চিন্ত থাকার বার্তা দিয়েছেন অভিষেক। বলেন, ''দুয়ারে রেশন নিশ্চিত থাকুন ছয় মাসে চালু হবে। যে সমস্যা ছিল, সেটা মিটে যাবে। দিদি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দিচ্ছে। আর মোদি আধার-প্যানের সংযোগের নামে সেই টাকা নিয়ে চলে যাচ্ছে।'' দুর্নীতি প্রসঙ্গেও তিনি যে আপোসহীন অবস্থান নেবে তৃণমূল, তাও স্পষ্ট করে দিয়েছেন তৃণমূল শীর্ষ নেতা। তিনি বলেন আমরা দুর্নীতি করলে ছোট, মেজো, বড় নেতাকে ছাড়ি না। আমরা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিই।''
আরও পড়ুন: 'ডিলটা ছিল রহস্যে মোড়া!' কোন ডিল? মানিক ভট্টাচার্য এবার আরও বিপদে, সঙ্গে আর কে কে?
অভিষেকের সংযোজন, ''২০১৯ সালে দুই লোকসভায় ও ২০২১ সালে এখানে ৮ বিধায়ক দিয়েছিলেন বিজেপিকে৷ আমাদের সিদ্ধান্ত নিতে হবে, কেউ আচ্ছে দিন বলেছিল, তারা কেউ আচ্ছে দিন এনে দিতে পারেনি। আপনারা ভেবেছিলেন মূল্য বৃদ্ধি কমবে, জ্বালানির দাম কমবে, কৃষক ও শ্রমিকরা, ১০০ দিনের কাজের শ্রমিকরা অধিকার পাবেন।''