TRENDING:

Abhishek Banerjee: 'মেঘালয় বা ত্রিপুরা, যে কোনও একটা রাজ্য থেকে বিজেপিকে বিতাড়িত করব...' সাগরদিঘিতে দাঁড়িয়ে গোটা দেশকে বার্তা অভিষেকের

Last Updated:

পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের সাগরদিঘি উপনির্বাচনকে ঘিরে সমস্ত প্রস্তুতি সেরে রাখতে চাইছে রাজনৈতিক দলগুলি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সাগরদিঘি:  আগামী পঞ্চায়েত ভোটের আগে রাজ্যের সাগরদিঘি উপনির্বাচনকে ঘিরে সমস্ত প্রস্তুতি সেরে রাখতে চাইছে রাজনৈতিক দলগুলি। ইতিমধ্যেই শুভেন্দু অধিকারী-সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব লাগাতার প্রচার চালিয়েছেন সাগরদিঘিতে। আজ সেখানেই সভা করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। সভামঞ্চ থেকে গর্জে উঠতে দেখা গেল অভিষেককে৷ হুঙ্কার দিলেন, 'মেঘালয় বা ত্রিপুরা, যে কোনও একটা রাজ্য থেকে বিজেপিকে বিতাড়িত করব, এটা নিশ্চিত৷'
 অভিষেক বন্দ্যোপাধ্যায়, File Photo
অভিষেক বন্দ্যোপাধ্যায়, File Photo
advertisement

মেঘালয়ে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ভাল ফল করবে প্রচারে এই বার্তা বারবার দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। মেঘালয়ে কংগ্রেস থেকে একাধিক নেতা যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। যা নিয়ে কংগ্রেস শিবিরের তরফে বিস্তর অভিযোগ করা হয়েছিল। আবার রাজ্যে সাগরদিঘি উপনির্বাচনেও কংগ্রেসের সঙ্গে লড়াই হতে চলেছে তৃণমূলের। যে জেলায় নির্বাচন হতে চলেছে তা প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস নেতা অধীর চৌধুরীর নিজের জেলা। এমনই আবহে কংগ্রেসকেও তীব্র তোপ দাগলেন অভিষেক।

advertisement

বাড়ছে আতঙ্ক! এবার অ্যাডিনোভাইরাসে মৃত্যু কলকাতার আড়াই বছরের শিশুর

তাঁর কথায়, 'এই ভোট ২০২১- এর থেকেও এই ভোট অনেক গুরুত্বপূর্ণ৷ সিপিএম, বিজেপি,কংগ্রেসের অশুভ আঁতাত প্রকাশ্যে আসুক। বাংলার মীরজাফরদের চিনে নিন৷ এখানকার কংগ্রেসের প্রার্থী আসলে বিজেপির প্রার্থী৷ বাংলার টাকা কেনো কেন্দ্র বন্ধ করেছে, তা নিয়ে একদিনও অধীর চৌধুরী সংসদে প্রতিবাদ করেননি৷ একদিনও রাস্তায় নামেননি৷ কংগ্রেস যদি আগামী দিনে একটা অঞ্চল জেতে, তবে পরের দিনই বিজেপিতে যোগ দেবে৷'

advertisement

তোপ দাগেন শুভেন্দু অধিকারীকেও৷ বলেন, 'এখানকার কংগ্রেসের প্রার্থীর সঙ্গে শুভেন্দুর ছবি প্রকাশ পেয়েছে৷ বুকের পাটা থাকলে আমার বিরুদ্ধে মামলা করুন৷'

সাগরদিঘিতে স্থানীয় নেতারা তো ছিলেনই, তৃণমূলের হয়ে প্রচারে করছেন সায়নী ঘোষ, ফিরহাদ হাকিম।  সভার শেষ প্রস্তুতি দেখেন জঙ্গিপুরের তৃণমুল সভাপতি খলিলুর রহমান। তিনি জানিয়েছেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায় ৩০ থেকে ৪০ হাজার মানুষ আসবেন বলে আশা করছি। সবটাই সাগরদিঘি থেকে মানুষ আসবে।’’

advertisement

আরও পড়ুন: 'ডিএ দেব না কখনও বলিনি, অর্থনৈতিক সংস্থান হোক, নিশ্চই দেব!' এবার আশ্বাস তৃণমূলনেতার

সেরা ভিডিও

আরও দেখুন
অশান্ত বাংলাদেশ! ভোল বদলে গেল মুর্শিদাবাদের ভারত-বাংলাদেশ সীমান্তের চেহেরা
আরও দেখুন

সাগরদিঘীর উপনির্বাচনকে আগামী পঞ্চায়েত নির্বাচনের মহড়া হিসেবে ধরে ময়দানে রাজনৈতিক দলগুলি। একদিকে যেমন শাসকদল তৃণমূল কংগ্রেস, অন্যদিকে বাম-ডান ও বিজেপির  প্রচারেও কোনওরকম খামতি নেই। আর দু’মাস পরেই রাজ্যে হতে চলেছে পঞ্চায়েত নির্বাচন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে ইতিমধ্যেই সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কমিশন জানিয়েছে, ২৪৫টি বুথ এবং একটি অক্সিলিয়ারি বুথ নিয়ে মোট ২৪৬টি বুথ সাগরদিঘি হবে। সব বুথেই থাকবে সিসিটিভি, থাকছে ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, এছাড়া রাজ্য সশস্ত্র ও লাঠিধারী পুলিশ। পাশাপাশি এলাকায় আসছেন কমিশনের সব পর্যবেক্ষকরা।নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, সাগরদিঘিতে মোট ভোটদাতা ২,৪৫,৮২৫ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১,২৪,৫৩৩ জন, মহিলা ১,২১,২৮৭ জন, তৃতীয় লিঙ্গের ভোটার ৫ জন, সার্ভিস ভোটার ২৯১ জন, ৮০ বছরের ঊর্ধ্বে ভোটার ২২৬৮ জন, পিডব্লিউডি ভোটার ১৫৩২ জন, ১৮-১৯ বছরের ভোটার আছেন ৬২৫১ জন। সেক্টর অফিস ২২টি। থাকছে ক্যুইক রেসপন্স টিম।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee: 'মেঘালয় বা ত্রিপুরা, যে কোনও একটা রাজ্য থেকে বিজেপিকে বিতাড়িত করব...' সাগরদিঘিতে দাঁড়িয়ে গোটা দেশকে বার্তা অভিষেকের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল