গত এপ্রিল মাসের শেষ সপ্তাহে শুরু হয়েছে তৃণমূলের এই নতুন কর্মসূচি। উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বিভিন্ন জায়গায় ঘুরে সাধারণ মানুষের কথা শুনছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নবজোয়ার কর্মসূচিতে শনিবার পশ্চিম মেদিনীপুরে এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুধু দলের কর্মীদের সঙ্গে সংযোগ নয়। পাশাপাশি বিপ্লবের মাটির মেদিনীপুরেও তিনি একাধিক বিপ্লবী মনীষীদের শ্রদ্ধা জানান অভিষেক। রবিবার পশ্চিম মেদিনীপুরের কেশপুরের মোহবনিতে ক্ষুদিরাম বসুর জন্মভিটেতে যান অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথা বলেন ক্ষুদিরামের পরিবারের লোকেদের সঙ্গে।
advertisement
পাশাপাশি বিদ্যাসাগরের জন্মভূমিতে ও যান তিনি। তৃণমূল সূত্রে খবর পঞ্চায়েত নির্বাচনের আগে একটি সফল কর্মসূচির নাম নবজোয়ার। এর মধ্য দিয়ে তৃণমূলের বর্তমান সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা থেকে পঞ্চায়েত স্তরের নেতৃত্বদের নানা পরামর্শ দিয়েছেন। কয়েকটি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া সার্বিক সফল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক এই নবজোয়ার কর্মসূচি।
Ranjan Chanda