মঙ্গলবার, মা এবং সদ্যজাতকে দেখতে হাসপাতালে আসেন তিনি। দানিশ মামলায় বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “রাতের পর রাত বনে-জঙ্গলে কাটাতে হয়েছে ওই শিশুটিকে। বাচ্চার ওপর কী পরিমাণ অত্যাচার হয়েছে, তা ভাবুন। এই চোখের জলের মূল্য বিজেপিকে দিতেই হবে।”
আরও পড়ুনঃ পর্যটন, ইতিহাস ও বাণিজ্যের মিলনস্থল—কোন শহর পরিচিত ‘আরব সাগরের রানি’ নামে?
advertisement
অভিষেক বন্দ্যোপাধ্যায় দাবি করেন, দানিশের বাবা-মায়ের নাম ২০০২ সালের ভোটার লিস্টে থাকা সত্ত্বেও তাঁদের হেনস্থা করা হয়েছে। তাঁর কথায়, “এই ঘটনায় কেন্দ্রীয় সরকার আদালতে থাপ্পড় খেয়েছে।”
তিনি আরও জানান, সংক্রমণের আশঙ্কায় তিনি এদিন শিশুটির কাছে যাননি। তিনি বলেন, “মিটিং থেকে এসেছিলাম, তাই বাচ্চার কাছে যাইনি। তবে, শিশুটির নাম রাখার অনুরোধ করেছিলেন সোনালি ও তাঁর মা। আমি ওর নাম রেখেছি ‘আপন’। কারণ যেভাবে পর করে বাংলাদেশে ঠেলে দিয়েছিল, কিন্তু এঁরা সকলেই আমাদের আপন। তাই বাচ্চাটার নাম রাখা হয়েছে আপন” বলেন অভিষেক।
দানিশের মামলাটি এদিন সুপ্রিম কোর্টে ছিল বলেও জানান তিনি। পাশাপাশি আশ্বাস দেন, আবার তিনি শিশুটির বাড়িতে যাবেন।
বিজেপিকে কটাক্ষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “বিজেপি মানুষের সঙ্গে মেশে না। অমর্ত্য সেনের মতো মানুষকেও নোটিস পাঠিয়েছে। এদের থেকে আর কী বা আশা করা যায়? এরা মায়ের চোখের জলের মূল্য বোঝে না।”
