TRENDING:

Abhishek Banerjee | Suvendu Adhikari: দিব্যেন্দু অধিকারীর চায়ের আমন্ত্রণ, হঠাৎই অভিষেকের বাবার নোটিস পৌঁছল শুভেন্দুর বাড়িতে!

Last Updated:

Abhishek Banerjee | Suvendu Adhikari: আলিপুর আদালতের নোটিস পাঠানো হয়েছে শান্তিকুঞ্জে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে হাজিরা দিতে হবে শুভেন্দু অধিকারীকে, এমনটাই সেই নোটিসে জানানো হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কাঁথি: অভিষেক বন্দোপাধ্যায়কে দিব্যেন্দু অধিকারীর চায়ের আমন্ত্রণের দিনই শান্তিকুঞ্জে এল অভিষেকের বাবার আইনি নোটিশ! অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাবা অমিত বন্দ্যোপাধ্যায় যে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানির মামলা করেছেন, সেই মামলার সমন নোটিস শুভেন্দু অধিকারীকে পাঠাল কাঁথি থানার পুলিশ।
দ্বৈরথ
দ্বৈরথ
advertisement

আলিপুর আদালতের নোটিস পাঠানো হয়েছে শান্তিকুঞ্জে। আগামী ১ ডিসেম্বরের মধ্যে হাজিরা দিতে হবে শুভেন্দু অধিকারীকে, এমনটাই সেই নোটিসে জানানো হয়েছে। কেস নাম্বার সি- ৩০৯৫/২২.

শুভেন্দু অধিকারীকে পাঠানো সেই নোটিস

অভিযোগ, ২০২১ সালে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেছিলেন, ''অমিত বন্দ্যোপাধ্যায়ের একটি রঙের কারখানা থেকে হাজার কোটি টাকার মালিক হয়েছেন। সেই অভিযোগের ভিত্তিতে অমিত বন্দ্যোপাধ্যায় মানহানির মামলা করেছেন। সেই মামলারই নোটিস পাঠানো হল শুভেন্দু অধিকারীকে। তাঁর পরিবারের সদস্যরা নোটিসটি গ্রহণ করেছেন বলে খবর।

advertisement

আরও পড়ুন: নন্দীগ্রামে রবিবার মহাকাণ্ড, শুভেন্দু-কুণাল দ্বৈরথে এবার নতুন চমক রাজীব বন্দ্যোপাধ্যায়!

এদিকে, এদিনই কাঁথিতে কুনাল ঘোষের চা- চক্রের কর্মসূচি ছিল। এই কর্মসূচি থেকেই তিনি ঘোষণা করলেন, ''বিশেষ করে মহিলাদের, যে সকল মহিলারা তৃণমূলকে ভোট দেয়নি বলে মনে করছেন তাদের উপর রাগ অভিমান নয়। বরং তাঁদের বাড়ি বাড়ি ছোট ছোট টিম করে যান, তাঁদের বোঝান। এই কর্মসূচিটি সাংসদ দিব্যেন্দু অধিকারীর স্ত্রী-কে দিয়ে প্রথমে শুরু করুন। তার বাড়িতে যান। তাঁর স্ত্রী'কে বোঝানো দিয়ে শুরু করুন। অধিকারী পরিবারের মহিলাদেরকে বোঝান।''

advertisement

আরও পড়ুন: শুভেন্দু অধিকারীর বাড়ির মহিলাদের সঙ্গে দেখা করবে তৃণমূল! নতুন কর্মসূচিতে তুঙ্গে শোরগোল

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

নাম না করে বর্ষিয়ান সাংসদ শিশির অধিকারীকে ইঙ্গিত করে কুণাল ঘোষ বলেন, ''উনি ভীষ্ম কিনা জানি না,ভীষ্মের যখন শরশয্যা হয়েছিল, তখন কৌরবরা পাশে ছিল না, জল দিতে আসেনি মুখে, পান্ডব মুখে জল দিতে গেছিল, পাশে ছিল।'' অর্থাৎ অধিকারী পরিবারের মহিলাদের পান্ডবকুল বলে আখ্যা দিয়ে বাড়ির পুরুষদের কৌরব বললেন কুনাল ঘোষ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhishek Banerjee | Suvendu Adhikari: দিব্যেন্দু অধিকারীর চায়ের আমন্ত্রণ, হঠাৎই অভিষেকের বাবার নোটিস পৌঁছল শুভেন্দুর বাড়িতে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল