মাঝপথেই বার বার থামাতে হয় অভিষেকের কনভয়। তালডাংরা পৌঁছনোর মধ্যেই একাধিকবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কনভয়কে থামতে দেখা গিয়েছিল। কারণ আবহাওয়া পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় যে নিরাপত্তারক্ষীদের তরফ থেকেও সতর্ক করে কনভয় নিয়ে এগোনো হবে কিনা তাই নিয়ে ভাবনা চিন্তা করা হয়।
advertisement
শেষমেশ কনভয় যখন সিমলাপালে এসে পৌঁছয় ততক্ষণে বৃষ্টি শুরু হয়ে যায়। সেখানে উপস্থিত মানুষ-জনের সঙ্গে কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সিমলাপালে শিলাবতী নদীর পাশেই একটি রোড শো করেন তিনি।
কিন্তু আবহাওয়া পরিস্থিতি ক্রমশ খারাপ হয়ে যাওয়ায় শেষমেশ সিমলাপালের সভা বাতিল করারই সিদ্ধান্ত নেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও জমায়েতে আসা স্থানীয় মানুষদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব অভিযোগ শোনেন অভিষেক।
স্থানীয় মানুষদের এক ডাকে অভিষেকের ফোন নম্বরে যেমন সুবিধে অসুবিধের কথা জানাতে বলেন তেমনই দলের যে নেতাদের দায়িত্ব দেওয়া হয়েছে তাঁদের মানুষ জনের সঙ্গে যোগাযোগ রেখে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে তাঁদের প্রতিবাদের কর্মসূচি নিয়ে সোচ্চার হওয়ার পরামর্শ দেন অভিষেক। এরপরেই সীমলাপাল থেকে খাতড়ার উদ্দেশ্যে রওনা হয়ে যান তিনি।