হাওয়া অফিস জানিয়েছে, বিহার এবং তৎসংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। সেই কারণেই বঙ্গে বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। পাশাপাশি, বঙ্গোপসাগর থেকেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে প্রবেশ করছে বলে জানিয়েছেন আবহবিদেরা। ফলে বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয়েছে। আগামী শনিবার থেকে দুর্যোগের মাত্রা কিছুটা কমতে পারে।