যদিও এর আগেও তৃণমূল কংগ্রেসের অন্দরে ‘বেনোজল’ ঢোকা নিয়ে বেশ কয়েকবার সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কম্যান্ড। শুধু তাই নয় গোষ্ঠীদ্বন্দ্ব নিয়েও সতর্ক করেছেন তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড। পাশাপাশি পঞ্চায়েত প্রধানদেরও সতর্ক করেছেন তিনি। পঞ্চায়েত প্রধানদেরও সতর্ক করে তিনি জানিয়ে দিয়েছেন তিন মাস অন্তর অন্তর পঞ্চায়েত প্রধানদের কাজের মূল্যায়ন তিনি নিজে করবেন।
advertisement
শুধু তাই নয় পঞ্চায়েত ভোটে প্রার্থী পছন্দ না হলে কেউ যদি নির্দল হয়ে দাঁড়ান তাহলে তাঁকে তৃণমূলে ফেরানো হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পর্যবেক্ষকদের একাংশের মতে এর মাধ্যমে দলকে তিনি বার্তা দিতে চাইছেন যাতে নিয়ম-শৃঙ্খলা মেনে চলে নিচু তলার কর্মী থেকে শুরু করে রাজ্য স্তরের নেতারাও। কুলির অধিবেশন কর্মসূচি থেকে সিপিএমকেও ফের কড়া আক্রমণ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
সিপিআইএমের পঞ্চায়েত ব্যবস্থা নিয়ে এদিন সরব হন অভিষেক বন্দ্যোপাধ্যায়।- তিনি বলেন “সিপিআইএম এর সময়ে পঞ্চায়েতে কত লোক মারা গিয়েছে। সিপিআইএম সন্ত্রাসকে অত্যন্ত নিখুঁতভাবে পঞ্চায়েত ব্যবস্থায় সন্ত্রাস কায়েম করে গেছে।”
এদিন ফের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক দাবি করেন ২০২৬ এ তৃণমূল কংগ্রেস নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ফের সরকার গড়বে। জনসংযোগ যাত্রা থেকে লোকসভার টার্গেটও বেধে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। ৪২ এর মধ্যে ৪০ টি আসনে লক্ষ্যমাত্রা দিয়ে দিয়েছেন তিনি।
আজ থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বীরভূম সফর শুরু হচ্ছে। আজ তারাপীঠ মন্দিরে পূজো দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মুরারইতে জনসভাও করার কথা তাঁর। বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল বর্তমানে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে রয়েছে। এই পরিস্থিতিতে পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বীরভূমের নেতা কর্মীদের কী বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেদিকেই নজর রাজনৈতিক মহলের।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়