লোকসভা ভোটে এই জেলার দুই আসনেই জয় পেয়েছে তৃণমূল। কোর কমিটিকে দিয়েই জেলায় যাবতীয় সাংগঠনিক কাজ পরিচালনা হয়। অনুব্রত-কেষ্ট দ্বন্দ্ব নিয়ে আলোচনা হলেও, বেশ কয়েকটি বিধানসভার পুর অঞ্চল নিয়ে রাজনৈতিক লড়াই অব্যাহত বীরভূমে। সেই আবহেই আজ প্রাক নির্বাচনী সভায় ‘রণ সংকল্প’ যাত্রায় রামপুরহাটে যোগ দিচ্ছেন অভিষেক।
advertisement
বীরভূমে জনসভা করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সভায় যাওয়ার আগে তারাপীঠ মন্দিরে পুজো দেবেন তিনি। দুপুর একটায় রয়েছে সভা। সভার পরে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে যাবেন তিনি। সোমবারই পুত্র সন্তানের জন্ম দিয়েছেন সুনালী খাতুন। এদিন তাঁর সঙ্গে সাক্ষাৎ করবেন অভিষেক।
জাতীয় সড়কের ধারে সভাস্থল যাওয়ার পথের দুধারে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বড় বড় কাট আউট এবং দলীয় পতাকা টাঙানো হয়েছে শাসক দলের উদ্যোগে।সভাস্থলে দলীয় কর্মীদের জন্য তিনটি আলাদা আলাদা মঞ্চ করা হয়েছে। সেখানে দলের ব্লক সভাপতিরা-সহ দলের বিভিন্ন সংগঠনের নেতৃত্বরা উপস্থিত থাকবেন।
মঙ্গলবার তারাপীঠে ঢোকার আগে চিলার মাঠে হেলিপ্যাড থেকে নেমে সাড়ে বারোটা নাগাদ তারাপীঠ মন্দিরে পুজো দেওয়ার কথা তৃণমূলের সেকেন্ড ইন কম্যান্ড অভিষেকের। দুপুর দেড়টা নাগাদ বিনোদপুরে সভাস্থলের মাঠে উপস্থিত হওয়ার কথা। বেলা আড়াইটে নাগাদ রামপুরহাট মেডিক্যাল কলেজে সদ্য মা সুনালী খাতুনের সঙ্গে দেখা করার কথা অভিষেকের।
বিধানসভা ভোটে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জেলা। জেলার ১১ আসনেই তাই বাড়তি নজর। রামপুরহাট যেহেতু মুর্শিদাবাদ সংলগ্ন। তাই দুই জেলার একাধিক বিধানসভাকে সংযুক্ত করা হবে এই সভার মধ্যে দিয়ে।
