আরও পড়ুন: জ্বলছে দাদার দেহ, পাশেই গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত বোন...বাসন্তীর শ্মশানে মর্মান্তিক ঘটনা
হলদিয়ায় দুদিন ধরে যে বিশেষ কর্মসূচি চলছে তৃণমূলের, তার মধ্যে গতকাল রুদ্ধদার দলীয় বৈঠক করেছে দল। শনিবার হলদিয়ায় প্রকাশ্য সভা করলেন অভিষেক। তিনি বললেন, হলদিয়ার শ্রমিক মহল্লায় শ্রমিকদের অধিকার নিয়েও এ দিন প্রশ্ন তোলেন অভিষেক। তিনি বলেন, ঠিকাদারি করব আর শ্রমিকদের বঞ্চিত করব, সেটা হবে না। আমার কাছে পে-স্লিপ আছে। ইন্ড্রাস্ট্রিয়াল এন্টারপ্রাইজ। বেতনের তারতম্য কেন হল? কেন স্থানীয় ছেলেদের অগ্রাধিকার দেওয়া হবে না? কেন হলদিয়ার ছেলেরা ১২ ঘন্টা কাজ করে বেতন যথাযথ পাবে না। এটা আমি চলতে দেব না। হয় ঠিকাদারি করো, নয় রাজনীতি করো। দুটো এক সঙ্গে হবে না। তৃণমূলের ঝান্ডা নিয়ে ঠিকাদারি করা যাবে না। ১১ বছরের দেওয়াল ভেঙে চুরমার। আমি ৩ মাস সময় চাইছি। ম্যাক্সিমাম ১০০ দিন। আমি চার্টাড অফ ডিমান্ড দলের তরফ থেকে কোনও প্রস্তাব থাকবে। সেখানে কোনও ঠিকাদার থাকবে না। আপনাদের আন্দোলনের পাশে আমি থাকব। ঠিকাদারদের যোগসাজশে তৃণমূল কংগ্রেস করা চলবে না। আমাদের নেত্রী একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও দাদার অনুগামী আমরা নই। আর যাঁরা ট্রেড ইউনিয়ন করে তাঁরা একটাই পরিচয়, খেটে খাওয়া মানুষের প্রতিনিধি।
advertisement
আরও পড়ুন- আট বছরে গরিবদের কল্যাণের কথাই সবার আগে ভেবেছি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
হলদিয়া শুভেন্দু অধিকারীর গড় বলেই পরিচিত। নন্দীগ্রামও এই জেলাতেই। সেখানেই অভিষেকের সভা ঘিরে উত্তাপ ছিল চরমে। সেই নিয়ে বক্তব্য রাখতে গিয়ে অভিষেক মনে করান, হলদিয়ার মাটি আমাদের শক্ত ঘাঁটি। অভিমান করবেন না। অনেকে ভাবছেন পুরনোদের ওপরে সিপিএম-বিজেপি থেকে এসে ছড়ি ঘোরাচ্ছে। সেটা হবে না। শুধু আপনারা পথে নামুন। আমি যখন বলছি তার মানে আমি মমতা বন্দোপাধ্যায়ের অনুমোদন নিয়ে বলছি। ইউনিয়নের কাজ দাবি-দাওয়া নিয়ে সোচ্চার হওয়া দরকার। আগামীকাল থেকে নামুন কাজে৷ এটা গোটা বাংলায় করা হবে। তিন মাসের মধ্যে। পাশাপাশি, আমি হাতজোড় করে বলছি শ্রমিকদের প্রাপ্য যথাযথ মেটাতে হবে। এখন থেকে নামুন না হলে আপনাদের কপালে দুঃখ আছে। ১ তারিখ থেকে যেন অক্ষরে অক্ষরে বাস্তব হয়। ঠিকাদার যা খুশি করবে সেটা হবে না।
Abir Ghoshal