অভিষেক বন্দ্যোপাধ্যায় মগরাহাট পূর্ব বিধানসভা কেন্দ্রের অধীনে চাকদহ হাট থেকে শুরু করে তাঁর পরবর্তী গন্তব্য মগরাহাট পশ্চিম বিধানসভা কেন্দ্রের ঘোলা মোড় পর্যন্ত তিনটি পৃথক জন সংযোগ কর্মসূচিতে অংশ নেন। ফলতা বিধানসভা কেন্দ্রের ফলতা ব্লকের দোস্তিপুর মোড়ে অনুষ্ঠানটি শেষ হয়।
advertisement
উল্লেখযোগ্যভাবে, এই দিনে উদ্যম ছিল চোখে পড়ার মতো, কারণ ডায়মন্ড হারবারের মানুষ জানতে পেরেছিলেন যে আজ তৃণমূলের নব জোয়ারের ৫০তম দিন ছিল, যা ২৫ এপ্রিল কোচবিহারে শুরু হয়েছিল। মগরাহাট থেকে ফলতা পর্যন্ত রাস্তার দু’পাশে প্রচুর সারিবদ্ধ মানুষ ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে স্লোগান দিতে থাকেন তাঁরা। বেশ কিছু প্রবীণ নাগরিক যাঁরা ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেছিলেন তাঁর সঙ্গে কথা বলার এবং আশীর্বাদ করার সুযোগ পান।
অনুষ্ঠানের আয়োজনের সঙ্গে জড়িত দলীয় কর্মীরা বলেন, ডায়মন্ড হারবারের মানুষদের জন্য এটি গর্বের বিষয় যে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় নির্বাচনী এলাকায় এই কর্মসূচি তার সুবর্ণ জয়ন্তী দিবসে পৌঁছেছে।
আরও পড়ুন: বিশ্বের সবচেয়ে শক্তিশালী ‘রস’ কোনটি? নাম শুনলে আঁতকে উঠবেন! নিজের কানকে বিশ্বাস হবে না
“প্রোগ্রাম চলাকালীন আমাকে স্বাগত জানাতে জড়ো হওয়া মানুষদের প্রতিক্রিয়া দেখে আমি অভিভূত। আমি আরও বুঝতে পেরেছি যে, তৃণমূলে নব জোয়ার আসলে জাতি, ধর্ম বা বর্ণ নির্বিশেষে মানুষকে একত্রিত করেছে। মূলত, এটাও প্রমাণ করে যে, মা-মাটি-মানুষের সরকারের প্রতি তাঁদের সম্পূর্ণ আস্থা রয়েছে,” সভায় এমনটাই বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।