TRENDING:

Abhijit Ganguly: ‘শিশিরবাবুর পায়ের ধুলো নিলাম’, শান্তিকুঞ্জে ফিস-ফ্রাই খেয়ে ফিরলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Last Updated:

Abhijit Ganguly: মঙ্গলবার তমলুক নন্দীগ্রাম ঘুরে কাঁথিতে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাঁথির শান্তিকুঞ্জে গিয়ে কথা বলেন শিশির অধিকারী- সহ বাড়ির অন্যান্যদের সঙ্গে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
তমলুক: এখনও স্পষ্ট নয়, তিনিই তমলুকে বিজেপির প্রার্থী কি না৷ তবে শোনা যাচ্ছে, প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই প্রার্থী করতে চলেছে ভারতীয় জনতা পার্টি৷ প্রার্থীপদ ঘোষণার আগেই মঙ্গলবার তমলুকে গেলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ সেখানে সারাদিনই একাধিক রাজনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকতে দেখা গেল তাঁকে৷
advertisement

সকালে মন্দিরে পুজো দেওয়া, পার্টি অফিসে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলার মতো একাধিক কর্মসূচি সারেন তিনি৷ দলীয় কর্মীদের তাঁকে ফুল-মালায় বরণ করতেও দেখা যায়৷ তার সন্ধ্যায় তিনি গিয়েছিলেন অধিকারী পরিবারের বাড়ি শান্তিকুঞ্জে৷ সেখানে সান্ধ্যকালীন আহার সারার পাশাপাশি, রাজনৈতিক বিষয় নিয়েও আলোচনা হয়৷ এদিন সান্ধ্যকালীন টিপিনে অভিজিৎ ফিসফ্রাই, চা ও অল্প কাজুও খেয়েছেন বলে খবর মিলেছে৷

advertisement

সাক্ষাতের পর তিনি সাংবাদিকদের বলেন, ‘শিশিরবাবুর পায়ের ধুলো নিলাম৷ কথা বললাম ওঁর সঙ্গে৷ সৌজন্য সাক্ষাৎ হল৷ খুব ভাল লেগেছে।” পাশাপাশি, প্রাক্তন বিচারপতির উচ্ছ্বসিত প্রশংসা করেন শিশির অধিকারীও৷ তিনি বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় খুব ভাল মানুষ৷ ও প্রার্থী হলে ওঁর হয়ে ভোট প্রচার করব৷ মোদিজির সমর্থনে ভোটের প্রচার করব৷’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দেখলে মনে হবে লাড্ডু ,মোদক কিংবা রসমালাই, কিন্তু খাওয়া যাবে না! এতো অন্য জিনিস
আরও দেখুন

মঙ্গলবার তমলুক নন্দীগ্রাম ঘুরে কাঁথিতে যান অভিজিৎ গঙ্গোপাধ্যায়। কাঁথির শান্তিকুঞ্জে গিয়ে কথা বলেন শিশির অধিকারী- সহ বাড়ির অন্যান্যদের সঙ্গে। সান্ধ্য টিফিন হিসেবে ফিসফ্রাই, চা এবং অল্প কাজু খান তিনি। বেরিয়ে তিনি বলেন, ‘জায়গায় জায়গায় গিয়ে দেখলাম ঢেউ তৈরি হয়েছে।’

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Abhijit Ganguly: ‘শিশিরবাবুর পায়ের ধুলো নিলাম’, শান্তিকুঞ্জে ফিস-ফ্রাই খেয়ে ফিরলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Open in App
হোম
খবর
ফটো
লোকাল