মধ্যমগ্রাম, নিউ ব্যারাকপুরের পাশাপাশি বিধাননগর এবং উত্তর দমদম পুরসভা এলাকা রয়েছে কলকাতা বিমানবন্দরের ফানেল এরিয়ার (যে পথে বিমান ওঠানামা করে) মধ্যে। জানা গিয়েছে, মধ্যমগ্রাম পৌরসভার ২৬, ২৭ এবং ২৮ নম্বর ওয়ার্ডে দোতলার বেশি উঁচু ভবন করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা রয়েছে। বিমানবন্দর কর্তৃপক্ষের পাঠানো নোটিশ অনুযায়ী, এ বার থেকে বিমানবন্দরের ২০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কোনও বহুতল তৈরি করতে গেলে আবেদন করতে হবে বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে।
advertisement
অনলাইনে আবেদন করা যাবে। সেই ছাড়পত্র পাওয়া গেলে, তবে ভবনের ‘প্ল্যানে’ অনুমোদন দেবে সংশ্লিষ্ট পুরসভা। এখনও পর্যন্ত সবচেয়ে বেশি ৪৫ মিটার উচ্চতা পর্যন্ত ভবন করতে দেওয়া হয়। এ বার সেই উচ্চতাও নিয়ন্ত্রণ করা হতে পারে বলে সূত্রের খবর। তবে বিষয়টি নিয়ে মধ্যমগ্রাম পৌরসভার পৌরপ্রধান নিমাই ঘোষ জানান, বিমানবন্দর কর্তৃপক্ষের দেওয়া লিস্ট অনুযায়ী কিছু হাইমাস লাইটের পোস্ট কিছু ইলেকট্রিক পোস্ট এগুলি সরানোর জন্য। এরপরই অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার-সহ একটি বিশেষ দল তৈরি করে পৌরসভার তরফে বিষয়গুলি খতিয়ে দেখে পর্যবেক্ষণের নির্দেশ দেওয়া হয়েছে। খতিয়ে দেখে পৌরসভার যা করণীয় তা করবে বলেও জানান তিনি।
জানা গিয়েছে, বিটি কলেজ এলাকায় একটি হাইমাস লাইটের পোস্ট ছিল পৌরসভার তরফ থেকে সেটি ইতিমধ্যেই নামিয়ে নেওয়া হয়েছে। আরো একটি হাইমাস লাইট চিহ্নিত করা হয়েছে বলেও জানান। জয়েন্ট ইনস্পেকশন হলে, সেটি চিহ্নিত করলে, খুলে দেওয়া হবে। তবে ফানেল জোনের মধ্যে বহুতল বিল্ডিং নেই বলেই জানান মধ্যমগ্রাম পৌরসভার পৌর প্রধান। তবে এয়ারপোর্ট অথরিটির অনুমোদন ছাড়া কোন বহুতল নির্মাণের অনুমতি দেওয়া হয়নি বলেও এদিন জানান পৌর প্রধান নিমাই ঘোষ।
ফানেল জোনের মধ্যে তিনটি ভাগ রয়েছে। একটি পৌরসভার, একটি ডাব্লুবিএসইডিসিএল এর এবং আরেকটি NH 34 এর। মূলত সুকান্তনগর থেকে বিটি কলেজ পর্যন্ত এই জোনকেই বিশেষভাবে নজর রাখা হচ্ছে এক্ষেত্রে। তবে কিছু ক্ষেত্রে অনুমতি নিয়েই উঠছে প্রশ্ন। যারা অতীতে অনুমতি নিয়ে পাঁচ তলা বিল্ডিং করেছেন তাদের যদি বিল্ডিং ভাঙতে হয় সেক্ষেত্রে ক্ষতিপূরণ কি হবে! যদিও ইতিমধ্যে সেই বহুতল চিহ্নিত করা কোন তালিকা এখনও হাতে পাননি পৌরসভা বলেও জানান সিআইসি সুভাষ ব্যানার্জি। তবে এলাকার মানুষজন দেশের স্বার্থে নিজেদের সুরক্ষা বজায় রাখতে সব রকম ভাবে প্রস্তুত রয়েছে। বিষয়টি নিয়ে নজর রাখছেন এলাকার বিধায়ক তথা মন্ত্রী রথীন ঘোষ।
Rudra Narayan Roy