TRENDING:

Aadhar card viral news: গাছেদের জন্য তৈরি হচ্ছে আধার কার্ড! কোথায় নেওয়া হচ্ছে অভিনব উদ্যোগ

Last Updated:

Aadhar card for trees: ঐতিহাসিক শহর চন্দননগর, সেই শহরের ইমারত যেমন ঐতিহ্যপূর্ণ ঠিক সেভাবেই শহরের বিবর্তনের ইতিহাসের সাক্ষী গাছ। তাদের জন্য দেওয়া হচ্ছে এবার বিশেষ গুরুত্ব। তৈরি হচ্ছে তাদের পরিচয় পত্র।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: ঐতিহাসিক শহর চন্দননগর, সেই শহরের ইমারত যেমন ঐতিহ্যপূর্ণ ঠিক সেভাবেই শহরের বিবর্তনের ইতিহাসের সাক্ষী গাছ। তাদের জন্য দেওয়া হচ্ছে এবার বিশেষ গুরুত্ব। তৈরি হচ্ছে তাদের পরিচয় পত্র। এই অভিনব উদ্যোগ নিচ্ছে চন্দননগর পুরনিগমের বায়ো ডাইভারসিটি বিভাগ।
advertisement

শতাব্দী প্রাচীন চন্দননগরের গাছ যারা শহরের ফরাসি আমল থেকে বর্তমান প্রজন্মকে আজও দেখে এসেছে তাদের জন্য এই অভিনব পরিচয় পত্র তৈরি কাজ প্রায় শেষের দিকে। নতুন বছরের শুরুতেই দেখতে পাওয়া যাবে গাছের আধার কার্ড।

আরও পড়ুন: ভারত-বাংলাদেশ সম্পর্কে বিরাট মোড়! কলকাতা এবং আগরতলায় দূতাবাসে বিক্ষোভের জেরে বড় পদক্ষেপ বাংলাদেশের

advertisement

চন্দননগর শহরের প্রত্যেকটি গাছের জন্য তৈরি হচ্ছে পরিচয় পত্র। ইতিমধ্যেই গাছের পরিচয় সম্পর্কিত তথ্য নথিভুক্তকরণ ও প্রতি গাছের জন্য আলাদা আলাদা কিউআর কোড তৈরি করা হচ্ছে। গাছের পরিচয় পত্র থেকে যে কোনও মানুষ ফোনের স্ক্যান করে গাছ সম্পর্কিত যাবতীয় তথ্য জানতে পারবেন খুব সহজেই। চন্দননগর স্ট্র্যান্ড ও চন্দননগর গির্জা-সহ একাধিক জায়গায় গাছের গায়ে নম্বর বসানো হয়ে গিয়েছে। তারা কোন প্রজাতির গাছ, কী তাদের পরিচয় সেই সম্পর্কিত সকল তথ্য পাওয়া যাবে পরিচয় পত্র স্ক্যান করে।

advertisement

View More

আরও পড়ুন: ভারতের থেকে মুখ ফেরাল বাংলাদেশ! পাকিস্তানের থেকে কোটি টাকা দিয়ে কিনছে বিশেষ জিনিস

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

এই বিষয়ে বায়ো ডাইভারসিটি ম্যানেজমেন্ট বোর্ডের সম্পাদক সোমনাথ চট্টোপাধায় এই বিষয়ে জানান, চন্দননগর মহাবিদ্যালয় কলেজের বোটানি বিভাগে প্রতিটি গাছ আলাদা আলাদা করে শনাক্তকরণ করে কাজ সম্পন্ন করেছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তৈরি হচ্ছে একটি ইউআর কোড। কিউইউআর স্ক্যান করতে হবে। প্রাথমিক ভাবে চন্দননগর পাতাল বাড়ি থেকে স্ট্যান্ড ঘাট ও বড়বাজার লাগো এলাকায় ১৫০ থেকে ২০০টি গাছকে এই কিউআর কোড দেওয়া হবে। যাতে মানুষ খুব সহজেই জানতে পারেন তার নিকট প্রতিবেশী গাছ সম্পর্কে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Aadhar card viral news: গাছেদের জন্য তৈরি হচ্ছে আধার কার্ড! কোথায় নেওয়া হচ্ছে অভিনব উদ্যোগ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল