সীমান্তবর্তী পদ্মা নদীতে মাছ ধরার সময় আচমকা একটি ডিঙি উল্টে যায়। ওই ডিঙিতে মোট পাঁচজন মৎস্যজীবী ছিল বলে জানতে পারা যাচ্ছে। তাদের মধ্যে চারজন তীরে উঠে আসতে পেরেছে। একজন এখনও নিখোঁজ। ঘটনা জানাজানি হতেই নদীর তীরে ভীড় জমিয়েছেন স্থানীয় বাসিন্দারা। সঙ্গে সঙ্গে উদ্ধার কাজে নেমে পড়ে স্থানীয় মৎস্যজীবীরা।
advertisement
পাশাপাশি ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার পুলিশ। নিখোঁজ যুবকের নাম গনেষ মণ্ডল বয়স (৩৫) বছর। বাড়ি রাধাগোবিন্দপুর। পরিবারের সদস্যরা নদীর তীরে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েছেন। পরিবার সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো গনেশ মণ্ডল অন্যান্য মৎস্যজীবীদের সঙ্গে ডিঙিতে করে নদীতে নেমেছিল।
ভোর চারটের সময় মাছ ধরার সময় বাড়ি থেকে বেরিয়ে যায়। সকাল ছ’টা নাগাদ নদীতে দুর্ঘটনাটি ঘটে। ঘটনার সময় একজন নৌকা চালক ঘটনাটি দেখতে পান। তারপরেই চিৎকার চেঁচামেচি শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে রানীনগর থানার পুলিশ। উদ্ধার কার্য শুরু করেছে স্থানীয় বাসিন্দারা। মাছ ধরার জাল দিয়ে নিখোঁজ যুবকের খোঁজ শুরু হয়েছে। উৎকন্ঠায় পরিবারের সদস্যরা।