TRENDING:

Extra Marital : রোজ টোটোতে যাতায়াত, সেই থেকে টোটাচালকের সঙ্গে প্রেম! বিবাহিতা মহিলার যা পরিণতি হল...দুর্ভাগ্য একেই বলে!

Last Updated:

Extra Marital : কথায় আছে পিরিতে মন মজিলে, কুল মান সবকিছুর তোয়াক্কা না করে সঙ্গী বা সঙ্গিনীর হাত ধরে বেরিয়ে পড়ে। কিন্তু প্রেমের টানে স্বামীর ঘর ছেড়ে টোটোচালকের হাত ধরতে গিয়েই কাল হল এক যুবতীর!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
মুর্শিদাবাদ, কৌশিক অধিকারী : কথায় আছে পিরিতে মন মজিলে, কুল মান সবকিছুর তোয়াক্কা না করে সঙ্গী বা সঙ্গিনীর হাত ধরে বেরিয়ে পড়ে। কিন্তু প্রেমের টানে স্বামীর ঘর ছেড়ে টোটোচালকের হাত ধরতে গিয়েই কাল হল এক যুবতীর! এখন টোটোচালকের বাড়িতে ধর্নায় বসেছে ওই যুবতী।
জলঙ্গীতে ধর্নায় তরুণী
জলঙ্গীতে ধর্নায় তরুণী
advertisement

টোটোতে চেপেই চালকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সেই প্রেমের সম্পর্ক গড়িয়ে যায় বিয়ে পর্যন্ত। কিন্তু বিয়ের পর আবারও স্ত্রীর মর্যাদার দাবিতে সোচ্চার হলেন ঐ তরুণী। মুর্শিদাবাদের জলঙ্গি যোতআনন্দপুর কারিগরপাড়া এলাকার এক টোটো চালক যুবকের সঙ্গে প্রেম হয় বিবাহিত এক যুবতীর। টোটোতে চেপেই নিজের গন্তব্যে যাওয়ার সময় দু-একটি কথার বিনিময়ে মন দেওয়া-নেওয়া। আর টোটো চালকের সঙ্গে এই প্রেমের টানে তাকে ঘর ছাড়তে হয়। বলা ভাল স্বামী সন্তান সংসার ছাড়তে বাধ্য করে।

advertisement

ওই টোটো চালক যুবকের সঙ্গে বিয়ে করে নতুন সংসার পাতেন ওই যুবতী। সবকিছু ঠিকঠাক ছিল। কিন্তু ওই সম্পর্কের ঠিক ৪ মাসের মাথায় ছন্দপতন। বেশি রোজকারের তাড়নায় ওই যুবতীর নতুন স্বামী বর্তমানে ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিক। আর সেই সুযোগে নতুন স্বামী পরিবারের লোকজন তাকে বাড়ির বৌমা হিসেবে মানতে নারাজ।

নতুন স্বামীর বাড়িতে স্ত্রীর মর্যাদার দাবিতে রাতভর ধর্নায় বসলেন স্ত্রী। নতুন স্বামীর পরিবারের লোকজন ওই মেয়েকে বিয়ের কোন বৈধ কাগজ আছে কিনা দেখতে চায়। আর সেই কাগজ নিয়ে এসে ঘরের উঠোনে রাতভর বসে রয়েছেন ওই যুবতী। ওই যুবতি জানান, “টোটোতে চেপে একটি জায়গায় যাওয়ার সময় টোটো চালক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক তৈরি হয়।

advertisement

View More

আরও পড়ুন- ধোঁয়াশা-ভারী মরসুম শুরু! ₹১০,০০০ টাকার নিচে কমে ৫টি এয়ার পিউরিফায়ার

সেরা ভিডিও

আরও দেখুন
আগে চিকিৎসা হত মাত্র দু-এক পয়সায়, লাটাগুড়ি হোমিওপ্যাথি আজও দাঁড়িয়ে স্বমহিমায়
আরও দেখুন

তার পর নিজের স্বামীকে ডিভোর্স দিয়ে যুবকের সঙ্গে বিয়ে। এবং চার মাস ভাল ভাবেই সংসার যাপন চলে দু’জনের। যদিও যুবকের পরিবারের সদস্যরা এই বিয়ে মানতে নারাজ। বর্তমানে তাঁর নতুন স্বামী কেরলে পরিযায়ী শ্রমিকের কাজে। বাড়ির লোক তার সঙ্গে যোগাযোগ করতে দিচ্ছে না।” যদিও ওই টোটো চালকের পরিবারের লোকজন এই বিষয়ে মুখ খোলেনি। জলঙ্গির এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Extra Marital : রোজ টোটোতে যাতায়াত, সেই থেকে টোটাচালকের সঙ্গে প্রেম! বিবাহিতা মহিলার যা পরিণতি হল...দুর্ভাগ্য একেই বলে!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল