TRENDING:

Nadia News: ১৮৮ দিন ধরে...! পেট্রোল পাম্প থেকে বিএসএফ ক্যাম্প এখানেই কাটছে রাত, নদিয়ার যুবকের কীর্তি শুনলে 'থ' হবেন

Last Updated:

Nadia News: ১৮৮ দিন ধরে ওই যুবক প্রায় ১৬ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে পৌঁছে যান দেশের বিভিন্ন প্রান্তে। কল্যাণী শহরের কংগ্রেস রোডের বাসিন্দা ওই বছর ২৮-এর যুবকের সাইকেল চালানোর শখ ছোটবেলা থেকেই। এর আগেও তিনি মেঘালয়-সহ বিভিন্ন জায়গায় সাইকেল চালিয়ে গিয়েছেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কল্যাণী: সাইকেল চালিয়ে দেশের ১০ রাজ্য ঘুরে পরিবেশ রক্ষার বার্তা দিয়ে বাড়ি ফিরলেন কল্যাণীর কৌশিক দাস। নিজেই সাইকেল চালিয়ে তিনি ঘুরেছেন তার একদিকে যেমন লেখা পরিবেশের বার্তা তেমনই অন্যদিকে লেখা রয়েছে ধর্ষণ রোধে সমাজের কাছে বার্তা।
advertisement

১৮৮ দিন ধরে ওই যুবক প্রায় ১৬ হাজার কিলোমিটার সাইকেল চালিয়ে পৌঁছে যান দেশের বিভিন্ন প্রান্তে। উড়িষ্যা, বিহার, কেরালা, মহারাষ্ট্র, গুজরাট থেকে পাঞ্জাব, হরিয়ানা, দিল্লি, উত্তরাখান্ড, জম্বু-কাশ্মীর-সহ বিভিন্ন রাজ্য সাইকেল চালিয়ে ঘুরেছেন তিনি।

আরও পড়ুন-ধেয়ে আসছে দুর্যোগ…! প্রবল শক্তিশালী বজ্রঝড় সঙ্গে শিলাবৃষ্টি, তুমুল ভারী বৃষ্টি কাঁপাবে রাজ্যে রাজ্যে, বর্ষা নিয়ে বিরাট আপডেট দিল IMD

advertisement

রাতে কখনও থেকেছেন পেট্রোল পাম্পে, কখনও বিএসএফ ক্যাম্পে। কখনও আবার বিধায়কের বাড়ি থেকে সাধারণ মানুষের বাড়িতেও। সব জায়গায় পেয়েছেন এই কাজ করার তাগিদ। সাইকেলের কেরিয়ারে বেঁধে নিয়ে ঘুরেছেন ছোট সংসার। সেখানে টেন্ট, কম্বল থেকে জলের যার, সাইকেল সারানো সরঞ্জাম, জামাকাপড় সবকিছুই রয়েছে। অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পাস করে পেশায় সাইকেল মেকানিক কৌশিক পরিবেশ বাঁচাতে সকলকে সাইকেল চালানোর বার্তাও দেন।

advertisement

View More

আরও পড়ুন-এক ইশারায় কাঁপবে বিশ্ব ব্রহ্মাণ্ড…! ভয়ঙ্কর শক্তি বাড়ছে শনিদেবের, ৪ রাশির ভয়ঙ্কর বিপদ, রোষে জীবন ছারখার

কল্যাণী শহরের কংগ্রেস রোডের বাসিন্দা ওই বছর ২৮-এর যুবকের সাইকেল চালানোর শখ ছোটবেলা থেকেই। এর আগেও তিনি মেঘালয়-সহ বিভিন্ন জায়গায় সাইকেল চালিয়ে গিয়েছেন। তবে এবার ছিল তার বড় উদ্যোগ। তিনি বলেন, আগামী দিনের সরকারি সাহায্য পেলে তিনি পরিবেশ রক্ষার বার্তা আরও বিভিন্ন দিকে ছড়িয়ে দিতে চান।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Nadia News: ১৮৮ দিন ধরে...! পেট্রোল পাম্প থেকে বিএসএফ ক্যাম্প এখানেই কাটছে রাত, নদিয়ার যুবকের কীর্তি শুনলে 'থ' হবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল