মৃতের পরিবারের দাবি দেবাশিস খাঁ ও কাকা মানিক খাঁ একই বাড়িতে শুরুতে থাকতেন। এরপর বাংলা আবাস যোজনায় ঘরের আবেদন করেছিলেন দেবাশিস। সেই আবেদন মঞ্জুর হয়ে যায়।
এরপর কাকার বাড়ির পাশের জমিতেই সেই ঘর তৈরির কাজ শুরু হয়। তখন থেকেই কাকার পরিবারের সঙ্গে দেবাশিসের বিবাদ চলছিল বলে অভিযোগ। সেই বিবাদের মধ্যেই চলছিল ঘর তৈরির কাজ চলছিল বলে খবর।
advertisement
কিন্তু সেই ঘরে ছাদ ঢালাই করতে গিয়ে বিতর্ক তৈরি হয়। অভিযোগ, ছাদের কার্নিশ বেড়ে কাকাদের দিকে চলে এসেছিল বলে শাসিয়েছিল কাকা ও তার পরিবারের সদস্যরা। এরপর দেবাশিস ছাদে উঠে জল দেওয়ার সময়, পিছন থেকে কাকা মানিক ও তার ছেলে আশিস লোহার রড দিয়ে দেবাশিসের মাথা ও ঘাড়ে আঘাত করেন। রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন দেবাশিস।
আরও পড়ুন: ভারত-বাংলাদেশ পণ্য পরিবহণে নতুন দিশা! রানাঘাট-কৃষ্ণনগর পর্যন্ত তৃতীয় লাইন, সবুজ সঙ্কেত!
পরিবারের লোকজন ও স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বজবজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকরা সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। বজবজ থানায় মৃতের পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়।
পুলিশ তদন্তে নেমে মানিক ও তার ছেলে আশিসকে গ্রেফতার করেছে। মানিকের স্ত্রী কানন খাঁ নীচে দাঁড়িয়ে দেবাশিসকে খুনে মদত দিচ্ছিলেন বলে অভিযোগ। ঘটনার পর থেকে তিনি পলাতক। এই ঘটনায় শোকের ছায়া নেমেছে এলাকায়। ঘটনার তদন্ত চালাচ্ছে পুলিশ। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।