ঘটনাটি ২০১৮ সালে ঝাড়গ্রামের পুকুরিয়ার লোধাপাড়ার। সেই বছর ১৪ জুলাই তারিখে ভীম মল্লিক তার স্ত্রীকে নিজের বাড়ির পাশে গোয়াল ঘরে কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করেন। পাড়া প্রতিবেশী সূত্রে খবর, স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই অশান্তি লেগে থাকত। স্ত্রী যামিনী মল্লিককে মারধর করত ভীম। কারনে অকারনে স্ত্রীর গায়ে হাত তুলত সে। সেদিন দুজনের মধ্যেকার বচসা চরম পর্যায় পৌছলে স্ত্রীকে ধারালো কুড়ুল দিয়ে কুপিয়ে খুন করে পালিয়ে যায় ভীম।
advertisement
রক্তাক্ত অবস্থায় যামিনীকে গোয়াল ঘরে পড়ে থাকতে দেখে পাড়ার লোকজনই পুলিশকে খবর দেয়। সেদিনেই নিহত মহিলার মেয়ে ঝাড়গ্রাম থানায় অভিযোগ দায়ের করে। পুলিশ ভীম মল্লিককে গ্রেফতার করে আদালতে পেশ করে। দীর্ঘ সাত বছর ধরে চলে মামলা। সোমবার ঝাড়গ্রাম আদালতের বিচারক এই মামলার সাজা ঘোষণা করেন। অভিযুক্ত ভীম মল্লিককে স্ত্রীকে খুনের মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা নির্দেশ দেন।