TRENDING:

বাঘদিবসে সুন্দরবন থেকে বাঘ তুলে নিয়ে গেল মৎস্যজীবীকে

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#সুন্দরবন: বাঘে তুলে নিয়ে গেল এক মৎস্যজীবীকে। ঘটনাটি ঘটেছে সুন্দরবনের সড়কখালি জঙ্গল এলাকায়। নিখোঁজ মৎস্যজীবীর নাম অর্জুন মন্ডল(৪৮)। শুক্রবার সন্ধ্যায় সুন্দরবনের গোসাবা ব্লকের রজতজুবলী থেকে অর্জুন মন্ডল,ধ্রুব মন্ডল,পরিতোষ মৃধারা সুন্দরবন জঙ্গলে কাঁকড়া ধরতে রওনা দিয়েছিলেন।
advertisement

সেখানে সোমবার দুপুরে যখন তারা জঙ্গলের মধ্যে কাঁকড়া ধরছিলেন সেই সময় আচমকা বাঘে টেনে নিয়ে যায় নৌকার মাঝি অর্জুন মন্ডলকে। অর্জুনের অন্য দুই সঙ্গী ধ্রুব মন্ডল ও পরিতোষ মৃধা তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে বাঘের উপর।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ততক্ষণে বাঘের থাবায় অর্জুন নিস্তেজ হয়ে মাটিতে লুটিয়ে পড়েছে। দীর্ঘক্ষণ বাঘের সঙ্গে লড়াই করে হার মানতে হয় অর্জুনের দুই সঙ্গীকে।অবস্থা বেগতিক বুঝে ঘটনাস্থল থেকে নিজের প্রাণ বাঁচাতে পালিয়ে আসে ধ্রুব মন্ডল ও পরিতোষ মৃধা।সোমবার দুপুর নাগাদ এলাকায় ফিরে এই খবর জানালে এলাকায় নেমে আসে শোকের ছায়া।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাঘদিবসে সুন্দরবন থেকে বাঘ তুলে নিয়ে গেল মৎস্যজীবীকে