এর জেরেই শেষমেষ বাঘটি জঙ্গলে ঢুকে গেল। স্বস্তি পেল গ্রামবাসীরা। জানা গিয়েছে, কুলতলির দেউলবাড়ি দেবীপুর পঞ্চায়েতের কাজিপাড়ায় বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর দেওয়া হয় কুলতলি থানা ও বনদফতরের চিতুরি বিট অফিসে। পুলিশ ও বনদফতরে কর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসেন। জঙ্গলের পাশে জাল দিয়ে ঘিরে ফেলা হয়। যাতে কোনও ভাবেই বাঘ গ্রামে ঢুকতে না পারে।
advertisement
রায়দিঘি রেঞ্জার সহ বন দফতরের আধিকারিকরাও এলাকায় পৌঁছান। মাইক বাজিয়ে গ্রামবাসীদের সতর্ক করা হয়। এরপর বনদফতরের কর্মীরা বাঘের উপস্থিতি টের পান।
নদীর পার ধরে জঙ্গলের কাছে পটকা ও বাজি ফাটিয়ে তাড়ানোর চেষ্টা হয় বাঘটিকে। তাতেই কাজ হয় । বনদফতরের এক আধিকারিক বলেন, মাকরি নদী পেরিয়ে গ্রাম সংলগ্ন জঙ্গলে চলে এসেছিল বাঘটি। তবে কয়েক ঘণ্টার মধ্যে সে আবার চিতুরির জঙ্গলে ফিরে গিয়েছে।
সুমন সাহা